তৃণমূল কংগ্রেস এবং বিজেপির অপশাসনের বিরুদ্ধে সরব হলো দার্জিলিং জেলা বামফ্রন্ট। আজকের সাংবাদিক বৈঠকে, সভাপতি জীবেশ সরকার কড়া ভাষায় জানান, মানুষ ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছে। কিন্তু দলটি মানুষের প্রয়োজনীয় পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পানীয় জলের মতো মৌলিক চাহিদা মেটাতেও তারা অক্ষম, অথচ দোষারোপ করছে বামফ্রন্টকে। তিনি এই ঘটনাকে হাস্যকর এবং বিভ্রান্তিকর বলে আখ্যা দেন।
জীবেশ সরকার আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকার দাবি করলেও বাস্তবে তার নেতৃত্ব ব্যর্থ। বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে এবং তৃণমূল এই দিকটি উপেক্ষা করছে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, যিনি তৃণমূল এবং বিজেপি উভয়ের দিকেই আঙুল তোলেন। তিনি বলেন, হিন্দু-মুসলমানের বিভাজন তৈরি করে বিজেপি গোটা দেশকে দুর্বল করে দিচ্ছে, যেখানে তৃণমূল কেবল বিভ্রান্তি ছড়াচ্ছে। সেন্ট্রালে বিজেপি আর রাজ্যে তৃণমূল—দুজনেই মানুষকে বিভ্রান্ত করার খেলায় ব্যস্ত।”
সিপিএম নেতা সমন পাঠক আরও যোগ করেন, “তৃণমূল এবং বিজেপি একই বৃন্তের দুটি কুসুম। কিন্তু মানুষ এটা বুঝতে পারছে না। যেদিন এই বিভ্রান্তি দূর হবে, সেদিন এই রাজনীতি বন্ধ হবে।