কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র পুলিশ কর্মীদের প্রতি তার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “পুলিশ কর্মীরা সারা বছর চাপ ও দায়িত্বের মধ্যে থাকেন। তাদের জন্যই আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি। কিন্তু ওদেরও পরিবার আছে, তাদের দায়িত্ব ও কর্তব্য আছে। তাই এই ক্রীড়া প্রতিযোগিতা তাদের জন্য একটি বিশ্রামের মতো, যা মনকে চাঙ্গা করতে সাহায্য করবে। এই ধরনের আয়োজন ভীষণ প্রয়োজন।”
মেয়র আরও বলেন, “আমি খেলাধুলা খুব ভালোবাসি। যদিও এখন ব্যস্ততার কারণে আগের মতো সময় পাই না, তবুও মাঠের প্রতি আমার টান অমলিন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। প্রথম বা দ্বিতীয় হওয়া জরুরি নয়।”
তিনি দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা মাঠে এসে পুলিশ কর্মীদের উৎসাহ দিন। আমরা যদি একে অপরের পাশে দাঁড়াই, তাহলে সবার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে।”
অনুষ্ঠানে মেয়র জানিয়েছেন, প্রতিযোগিতার বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে। তিনি আরও বলেন, শীতের দিনে মাঠে বসে খেলা দেখার আনন্দ আলাদা, এবং এটি যে খেলাই হোক না কেন।