রুপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট অফিস থেকে চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে, রুপশ্রী প্রকল্পে একাউন্টেন্ট পদে। উক্ত পদে নিয়োগ করা হচ্ছে চুক্তিভিত্তিক ভাবে যোগ্য প্রার্থীকে। কাউন্টেন্ট পদে আবেদন করতে চাইছেন? তাহলে জেনে নিন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া এবং কবে পর্যন্ত আবেদন করা যাবে। আজকের প্রতিবেদনে আমরা আপনাকে জানাবো সবকিছু বিস্তারিতভাবে, অফিসিয়াল নোটিফিকেশনসহ। তাই পুরো তথ্য ভালোভাবে দেখে নিন, যাতে আবেদন করতে কোনো সমস্যা না হয়!
একাউন্টেন্ট পদে আবেদন বয়সসীমা
একাউন্টেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বাধিক ৪৫ বছর। বয়স গণনা করা হবে ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী।
রুপশ্রী প্রকল্পে চাকরির বেতন কত
একাউন্টেন্ট পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে, প্রতি মাসে ১৫ হাজার টাকা করে।
রুপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের যোগ্যতা
একাউন্টেন্ট পদে আবেদন করতে হলে আপনার অবশ্যই কমার্সে অনার্স গ্রাজুয়েট হতে হবে। সঙ্গে থাকতে হবে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট এবং আপনাকে উক্ত জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে। তাই আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে দেখে নিন, যাতে কোনো ভুল না হয়!
রুপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া
একাউন্টেন্ট পদে নিয়োগের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে তিনটি ধাপে—লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
- লিখিত পরীক্ষা: মোট ৫০ নাম্বারের হবে।
- কম্পিউটার টেস্ট: ৪০ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে।
- ইন্টারভিউ: ১০ নাম্বারের মধ্যে অনুষ্ঠিত হবে।
রুপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ কবে হবে
যারা একাউন্টেন্ট পদে আবেদন করতে আগ্রহী এবং যোগ্য, তাদের আবেদন করতে হবে অফলাইনে। এজন্য প্রথমে অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম প্রিন্ট করে নিতে হবে। এরপর সেটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় সমস্ত নথিপত্রসহ নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। আপনি চাইলে রেজিস্ট্রার পোস্ট বা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি ২০২৫!
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– “To the Officer-in Charge, Rupashree Prakalpa, Office of the District Magistrate, 2nd Floor, Collectorate Building, Jalpaiguri”।