Sunday, June 22, 2025
36.7 C
Kolkata

JKNews24 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

Poor Sleep Quality: এই...

Poor Sleep Quality: অনেকে দিনভর ৮-৯ ঘণ্টা বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকেন,...

গর্ভাবস্থায় কাশি হলে কি...

গর্ভাবস্থায় কাশি হলে কি করবেন?: প্রেগনেন্সিতে সব মহিলাদেরই একটু সাবধানে থাকতে হয়। এই...

কাপড় ভালো রাখার সেরা...

আপনি কি ভাবে বছরের পর বছর কিভাবে কাপড় ভালো রাখবেন। পুরোনো জামদানি শাড়ি...

 Arvind Kejriwal: অরবিন্দ কেজরিওয়ালের...

  অরবিন্দ কেজরীওয়াল(Arvind Kejriwal) অরবিন্দ কেজরিওয়াল হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, সমাজকর্মী এবং ভারতীয় রাজস্ব...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Breaking news Bangla: মিঠুনের ছেলের সঙ্গে কী এমন করলেন সলমন খান?

Breaking news Bangla: সলমন খান—বলিউডের ভাইজান! তাঁর জনপ্রিয়তা, তারকাখ্যাতি আর প্রভাব নিয়ে নতুন করে কিছু বলার দরকার পড়ে না। ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই আছেন, যাঁরা...
Homeবিনোদন খবরHera Pheri 3’ নিয়ে অক্ষয়ের আইনি পদক্ষেপ, পরেশকে ২৫ কোটি টাকার নোটিস!

Hera Pheri 3’ নিয়ে অক্ষয়ের আইনি পদক্ষেপ, পরেশকে ২৫ কোটি টাকার নোটিস!

Hera Pheri 3: একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। এবার আইনি লড়াইয়ে মুখোমুখি অভিনেতা অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল। ‘Hera Pheri 3’ ছবি নিয়ে শুরু হল আইনি টানাপোড়েন। মাঝপথে ছবি ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য পরেশকে আইনি নোটিস পাঠিয়েছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা। ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে পরেশের কাছ থেকে। সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে, অপরাধ মামলা দায়ের করা হবে বলে দেওয়া হয়েছে হুঁশিয়ারি। (Hera Pheri 3)

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বলিউডের জনপ্রিয় মজার ফ্র্যাঞ্চাইজ ‘Hera Pheri’ এর তৃতীয় পার্টের পরিচালক হিসেবে আছেন প্রিয়দর্শন। ছবিটি প্রযোজনা করছে অক্ষয় কুমারের সংস্থা Cape of Good Films। শুরুতেই বেশ কয়েকটা শটও শুট করা হয়। কিন্তু হঠাৎ করেই পরেশ রাওয়াল ছবিটি থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন, যা নিয়েই শুরু হয় শোরগোল। পরেশের এই সিদ্ধান্তে চাঞ্চল্য ছড়ায় গোটা বলিউডে। আর এতেই ছবির প্রযোজক সংস্থা অক্ষয়ের Cape of Good Films পরেশকে আইনি নোটিস পাঠিয়ে বসেছে।

সংবাদমাধ্যমে অক্ষয়ের সংস্থা জানিয়েছে, পরেশ রাওয়াল সঙ্গে তারা ১১ লক্ষ টাকা অগ্রিম নিয়ে চুক্তি করেছিলেন। সেই চুক্তি অনুযায়ী Cape of Good Films ছবি নিয়ে প্রচার শুরু করেছিল। ছবির টিজারের শ্যুটিংও প্রায় সম্পন্ন হয়েছে, যার মধ্যে ছিল তিন মিনিটের এক গুরুত্বপূর্ণ টিজার শ্যুটিং। ওই শুটিংয়ে পরেশ নিজেও উপস্থিত ছিলেন। ছবির শুরুর কিছু অংশের শ্যুটিংও করা হয়েছিল। অক্ষয়, সুনীল এবং পরেশের মধ্যে ছবির ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং তখন কোনো আপত্তি করেননি পরেশ। কিন্তু হঠাৎ করেই তিনি ছবি থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন, যা পুরো পরিস্থিতিকে গড়মড় করে দিয়েছে।

অক্ষয়ের প্রযোজনা সংস্থা জানিয়েছে, পরেশ রাওয়ালের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ কোটি টাকা দাবি করা হয়েছে। সাত দিনের মধ্যে এই দাবিটা পূরণ না হলে, Cape of Good Films পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে। শুধু সিভিল মামলা নয়, ক্রিমিনাল মামলা করতেও তারা পিছপা হবে না।

এদিকে, পরেশ হঠাৎ করে ‘হেরা ফেরি ৩’ ছবি থেকে বেরিয়ে যাওয়ায় সুনীল শেট্টিও বেশ হতবাক। সুনীল বলেছিলেন, “আমরা অনেক বছর ধরে বন্ধু। একসাথে অনেক চড়াই-উতরাই দেখেছি। পরিবারের মধ্যে মাঝে মাঝে এ ধরনের ঝামেলা হয়ই। কিন্তু পরেশ ছাড়া ‘হেরা ফেরি’ হবে না। ছবি যদি শেষ না হয়, তবুও দুই বন্ধুর মধ্যে তিক্ততা চাই না আমি। ওদের মধ্যে কোনো ঝামেলা দেখতে চাই না।”

ছবি ছাড়ার কারণ জানাতে গিয়ে পরেশ লিখেছিলেন, ‘সৃজনশীলতা নিয়ে কোনও মতপার্থক্য হয়নি। ছবির পরিচালক প্রিয়দর্শনকে অসম্ভব ভালবাসি আমি, শ্রদ্ধা করি এবং বিশ্বাস করি’। কিন্তু প্রিয়দর্শনও পরেশের আচরণে স্তম্ভিত। তিনি বলেন, “আমাকে কিছু জানাননি উনি, বেরিয়ে যাওয়ার কারণ জানাননি। খুব আহত হয়েছি আমি। একসঙ্গে একাধিক ছবি করেছি আমরা। ফের ওঁকে পরিচালনা করার জন্য মুখিয়ে ছিলাম।”

‘Hera Pheri’ সিরিজ বললেই দর্শকদের চোখে ভেসে ওঠে তিন আইকনিক চরিত্র — পরেশ রাওয়ালের ‘বাবুরাও’, অক্ষয় কুমারের ‘রাজু’ আর সুনীল শেট্টির ‘শ্যাম’। এই চরিত্রগুলোর সঙ্গে দর্শকদের যে একেবারে নাড়ির টান, তা বলাই বাহুল্য। তাই যখন শোনা গেল ‘Hera Pheri 3’ ফিরছে, তখন থেকেই উত্তেজনার পারদ চড়ছিল।

এই স্বপ্ন ফেরানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন অক্ষয় নিজেই। তিনি প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার থেকে ছবির স্বত্ব কিনে নিয়ে ঘোষণা করেছিলেন নতুন ছবির। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করেই ছবি থেকে সরে দাঁড়ান পরেশ রাওয়াল।

ঠিক কী কারণে বেরিয়ে গেলেন তিনি, সেটা স্পষ্ট করে এখনও কিছু বলেননি পরেশ। তবে বলিউডের অন্দরে কান পাতলে একটাই গুঞ্জন — পরেশ নাকি তাঁর ‘বাবুরাও’ চরিত্রের জনপ্রিয়তা মাথায় রেখেই দাবি করেছিলেন ২৫ কোটি টাকার পারিশ্রমিক। তাঁর মতে, দর্শকরা ‘বাবুরাও’ ছাড়া ‘Hera Pheri’ কল্পনাই করতে পারেন না। তাই ওই পরিমাণ টাকা প্রাপ্য তাঁর।

কিন্তু এই দাবিতে বেজায় চটে যান অক্ষয় কুমার। দুই পুরনো বন্ধুর মধ্যে তখন থেকেই তৈরি হয় দূরত্ব। শেষমেশ পরেশ নিজেকে সরিয়ে নেন প্রজেক্ট থেকে। আর এখানেই ভেঙে পড়ে দর্শকদের বহু প্রতীক্ষিত স্বপ্ন — ‘রাজু-শ্যাম-বাবুরাও’কে একসঙ্গে আবার বড়পর্দায় দেখার স্বপ্ন।