Bank Of Baroda Recruitment 2025: ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখছেন? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই! ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারা ভারত জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তাই দেরি না করে বিস্তারিত তথ্য জেনে নিন এবং দ্রুত আবেদন করুন!
ব্যাঙ্ক অফ বরোদা থেকে মোট চার হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই অনলাইন আবেদন শুরু হয়েছে, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইন আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য ভালো ভাবে দেখে নিন।
ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ করছে সারা ভারতে মোট 4000 শূন্যপদে। যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ করা হচ্ছে।
ব্যাঙ্ক অফ বরোদা সম্প্রতি একটি নোটিশ প্রকাশ করেছে, যেখানে আবেদনকারীদের বয়সসীমা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। বয়স গণনার জন্য ১ জানুয়ারি ২০২৫ তারিখকে ভিত্তি হিসেবে ধরা হবে।
Bank of Baroda-এর শিক্ষানবিশ পদে আবেদন করতে চাইলে আপনাকে সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে বা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শিক্ষানবিশ পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক সাম্মানিক হবে ১২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত। এই পদে ১ বছরের জন্য এপ্রেন্টিসস হিসেবে নিয়োগ করা হচ্ছে, যা এক বছরের অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ!
Apprentices পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য ব্যাঙ্ক অফ বরোদা থেকে প্রকাশিত নোটিশে দেওয়া লিংকে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করুন।
এপ্রেন্টিসস পদে আবেদন করার জন্য আবেদন ফি নির্ধারিত হয়েছে। PwBD প্রার্থীদের জন্য ফি ৪০০ টাকা, SC, ST ও মহিলা প্রার্থীদের জন্য ফি ৬০০ টাকা, এবং জেনারেল, EWS ও OBC প্রার্থীদের জন্য ফি ৮০০ টাকা। এছাড়া, সব প্রার্থীর জন্য আলাদা GST চার্জ যুক্ত থাকবে।
আবেদনের শেষ তারিখঃ– ব্যাঙ্ক অফ বরোদা থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষানবিশ পদে আবেদন করা যাবে 11/03/2025 তারিখ পর্যন্ত।
Notification | Link |
---|---|
Bank Of Baroda Recruitment Notification 2025 | Download |
National Apprenticeship Promotion Scheme (NAPS) Online Apply | Click |
Bank Of Baroda Apprentices Job Online Apply | Click |
Website Link | Click |
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |