কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আজকের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম জন্মদিন পালন করা হলো শ্রী গুরু বিদ্যামন্দিরে। এই বিশেষ দিনটি উপলক্ষে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
অনুষ্ঠানে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেয়র গৌতম দেব বলেন, ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী এবং জীবনদর্শন আমাদের জীবনে পথ প্রদর্শকের মতো। তাঁর সহজ-সরল ভাষায় জীবনের গভীর দর্শন আমাদের প্রত্যেকের কাছে সহজবোধ্য হয়ে পৌঁছেছে। তাঁর ভাবনাগুলি সারা বাংলা এবং ভারতের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রভাবিত করেছে।
তিনি আরও জানান, আজকের এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি গর্বিত এবং আবেগাপ্লুত। অনুকূল ঠাকুরের দর্শন শুধু ভক্তদের নয়, আমাদের সকলের জীবনেও প্রাসঙ্গিক। এখানে আসার অনুভূতি এক কথায় অপূর্ব।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং ভক্তদের উপস্থিতিতে পরিবেশ ভক্তিময় হয়ে ওঠে। ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারাকে আরও ছড়িয়ে দিতে শ্রী গুরু বিদ্যামন্দিরের এই আয়োজন ছিল সত্যিই বিশেষ।