27 C
Kolkata
Thursday, March 20, 2025

মাধ্যমিক পাশে CISF কনস্টেবল পদে চাকরি, বেতন ₹69,100! জানুন আবেদন পদ্ধতি

মাধ্যমিক পাশে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর তরফ থেকে। যেখানে 1124 টি শূন্যপদে CISF কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ভারত তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। CISF কনস্টেবল পদে চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে দেরি না করে আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় শর্তাবলী জেনে নিন। 2025 সালের জন্য CISF কনস্টেবল পদে নিয়োগের আবেদন অনলাইনে করতে হবে। চলুন দেখে নিই কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে এবং যোগ্যতার শর্ত কী।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) এর পক্ষ থেকে একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে, মোট ১১২৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের মধ্যে কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদ অন্তর্ভুক্ত। এই পদগুলিতে নিয়োগ প্রাপ্ত কর্মীদের মাসিক বেতন পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে শুরু করে ৬৯,১০০ টাকা পর্যন্ত হতে পারে।

কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদে আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করা হবে ০৪ মার্চ ২০২৫ তারিখের ভিত্তিতে। তবে, সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সে কিছু ছাড় রয়েছে। তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST) প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন, এবং OBC প্রার্থীরা পাবেন ৩ বছর বয়সের ছাড়।

কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ। এর পাশাপাশি, প্রার্থীকে নিম্নলিখিত ধরনের যানবাহনের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে:-
a) ভারী মোটর যানবাহন বা পরিবহন যানবাহনের লাইসেন্স।
b) হালকা মোটর যানবাহনের লাইসেন্স।
c) গিয়ারযুক্ত মোটরসাইকেলের লাইসেন্স থাকতে হবে।

আবেদন পদ্ধতি

যারা আগ্রহী এবং যোগ্য, তারা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদন করার জন্য আপনাকে https://cisfrectt.cisf.gov.in পোর্টালে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। আবেদনপত্রে সঠিকভাবে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ভালোভাবে পড়ে নেবেন, যাতে কোনো ভুল না হয়।

কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন ফি রয়েছে। তবে SC, ST এবং ESM প্রার্থীদের জন্য আবেদন ফি থাকছে না। অন্যদিকে, UR, EWS এবং OBC প্রার্থীদের জন্য ১০০ টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার সময়।

CISF Constable পদে ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 04/03/2025 তারিখ পর্যন্ত।

CISF Constable Recruitment Notification 2025Download
CISF Constable Job Online Apply 2025 LinkClick

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর