কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: গতকাল তৃণমূলের প্রতিবাদ শেষ হতে না হতেই আজ শিলিগুড়িতে বাবাসাহেব আম্বেদকরের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্য নিয়ে কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শংকর মালাকার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এমন অসংসদীয় মন্তব্য করা একেবারেই অনৈতিক এবং লজ্জাজনক। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর মন্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।”
তিনি আরও বলেন, “ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং এখানকার প্রধান সম্পদই হল ঐক্য ও সম্প্রীতি। এই ধরনের মন্তব্য আমাদের জাতীয় ঐতিহ্য ও মূল্যবোধের পরিপন্থী। সারা বাংলার কংগ্রেস এই মন্তব্যের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানাবে।”
আজকের এই প্রতিবাদ মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ার ভিউ মোড়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের পুরুষ ও মহিলা সদস্যরা এবং যুব কংগ্রেসের সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই ঘটনা শিলিগুড়ির রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল—সবাই এই মন্তব্য এবং এর বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ নিয়ে আলোচনা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে কংগ্রেস যে কঠোর অবস্থানে রয়েছে, তা আজকের মিছিলের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠল।