কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আজ সংক্রান্তি, এই পুণ্য দিনে শিলিগুড়িতে মন্দিরে মন্দিরে ভিড় করছেন ভক্তরা। মকর সংক্রান্তির দিনটিকে, পুন্যর দিন বলে ভাবেন মানুষ। তাই আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে, শিলিগুড়ি বিভিন্ন এলাকায় দুস্থদের বিনামূল্যে খাবার বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা গুলি। অন্যদিকে শিলিগুড়ির সব কালী মন্দিরে ভিড় করছেন ভক্তরা, সংক্রান্তির দিনে মায়ের আশীর্বাদ নিয়ে দিনকে এগিয়ে নিয়ে যেতে চান সবাই। কেউ মন্দিরের সামনেই, দুধ এবং বিস্কুট দান করছেন, কেউ খাওয়াচ্ছেন খিচুড়ি, কেউ রুটি তরকারি। সব মিলিয়ে গোটা শিলিগুড়িতে আজকের দিন যেন এক অন্য ধরনের পরিবেশ হিসাবে প্রতিপালিত হচ্ছে। সংক্রান্তির দিনে দান করলে পুন্য লাভ হয়, এই আশাতেই মানুষ দান করছেন।
গোটা শিলিগুড়ি শহর জুড়ে, শিলিগুড়ি অন্যতম নামকরা কালীমন্দির, মায়ের ইচ্ছা কালিবাড়িতে এদিন সকাল থেকেই দেখা গেল পুজো দিতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। আবার বাইরে দাঁড়িয়ে আছে, দুস্থ মানুষেরা। কেউ এসে খাবার কেউ এসে অর্থ, আবার কেউ কম্বল দান করছেন। সবমিলিয়ে আজকে ১৪ ই জানুয়ারি দিনটি সারা দেশের সাথে শিলিগুড়িতে ও স্মরণীয় হয়ে থাকলো।