কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: নতুন বছরে পাখি দেখতে ভিড় গজলডোবাতে। মানুষ আসতেন আগেই পশু এবং পাখিকে দেখতে। এবারে পশুর চাইতে পাখির জনপ্রিয়তা বেড়ে গেছে অনেকটাই। গজল ডোবতে এবারে ভিড় বেড়েছে আগের চাইতে অনেকটাই বেশি। যার কারণ মূলত পাখি। বিশেষ করে বাচ্চাদের মত পাখি দেখার জনপ্রিয়তা অত্যন্ত বেশি। এবারে পাখির জন্য মানুষের ভিড় যাতে আরো বাড়ে সেই কারণে আরো পাখির কথা ভাবছে গজলডোবা।
নতুন বছরে যাতে ভিড় আরো বারতে পারে সেই উদ্যোগ নিচ্ছে গজলডোবা কর্তৃপক্ষ। পাখির জন্য বিভিন্ন রকম খাবারের আয়োজন করেছে তারা। যাতে কোন সমস্যা তৈরি না হয় সেই কারণে। আশাবাদী এবারে রেকর্ড ভিড় হবে বছরের প্রথম কয়েকটা দিন এ এমনিতেই গোটা উত্তরবঙ্গে পাখি জনপ্রিয়তা প্রচন্ড বেশি। বিশেষ করে পর্যটন কেন্দ্রিক জায়গা গুলিতে। তাই জনপ্রিয়তা যাতে আরও বৃদ্ধি পায় আপাতত সেই দিকে দৃষ্টি রাখতে বড় উদ্যোগ নিচ্ছে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্র গুলি। তাদের বিশ্বাস এবারে বাজিমাত করবে বিভিন্ন রংবেরঙের পাখি গুলি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |