JKNEWS24, কলকাতা: শেষ হয়েও যেন শেষ হলো না বৌবাজারের মেট্রো সুড়ঙ্গ সমস্যার কাহিনি। বারবার সমস্যার মুখে পড়া ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প ফের আলোচনায়। এতাই এবার ফাইনালের আগে সেমিফাইনাল টেস্টের মুখে ফের আলোচনায় উঠে এল বৌবাজার চত্বরের সুড়ঙ্গ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুই অংশে পরিষেবা একটানা দেড় মাস বন্ধ রাখতে চাইছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL)। এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন নিয়মিত মেট্রো যাত্রীরা। অনেকেই ভাবছেন, আবার কবে মিলবে স্বাভাবিক পরিষেবা?
সব খবর
দেড় মাস বন্ধ থাকতে পারে মেট্রো!
সূত্রের খবর অনুযায়ী, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদা-সেক্টর ফাইভ এই দুই মেট্রো রুটে পরিষেবা বন্ধ থাকতে পারে। এর কারণ হিসেবে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যবর্তী ২.৫ কিলোমিটার অংশে সিগন্যাল এবং যোগাযোগ ব্যবস্থার পরীক্ষা চালানো হবে। পরীক্ষার কাজ শেষ হলে মেট্রো কর্তৃপক্ষ অনুমোদনের জন্য আবেদন করবে। প্রথম পর্যায়ে ছাড়পত্র মিললে, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার অনুমতি চাওয়া হবে। ভাগ্যক্রমে সেই পরীক্ষাতেও সফল হলে শিয়ালদা-এসপ্ল্যানেড অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অন্যদিকে, বৌবাজার এলাকায় সুড়ঙ্গের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জিও ফিজিক্যাল টেমোগ্রাফিক সার্ভে শুরু হয়েছে।
জানা গিয়েছে, যাত্রীবোঝাই মেট্রোর রেক চললে ওই এলাকার মাটির ঘনত্ব ও স্থিতিস্থাপকতা কতটা পরিবর্তিত হচ্ছে, তা মাপার জন্য এই পরীক্ষা চালানো হচ্ছে। যদি দেখা যায় মাটির ঘনত্ব এবং স্থিতিস্থাপকতার বড় কোনো পরিবর্তন না হচ্ছে, তবে বিপর্যয়ের কোনো আশঙ্কা থাকবে না, আর স্বাভাবিকভাবেই মেট্রো চলাচল শুরু করা যাবে।
সব খবর
তবে দেড় মাসের জন্য পুরো পরিষেবা বন্ধ রাখা নিয়ে যাত্রীদের মধ্যে প্রশ্ন উঠছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই দুটি অংশে প্রায় এক লাখ যাত্রী প্রতিদিন যাতায়াত করেন। পরিষেবা সাময়িকভাবে বন্ধ হলে তাঁদের যাতায়াতে বড় ধরনের সমস্যার মুখে পড়তে হবে। অন্যদিকে, যদি একটানা পরীক্ষা চালানো না হয়, তবে পরিষেবা শুরু করতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |