কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: মিড ডে মিলের পাতে উধাও ডিম, সমস্যায় উত্তরবঙ্গ, মিড ডে মিলের পাতে আর ডিম নেই—এই খবরে উত্তরবঙ্গের প্রাথমিক স্কুলগুলোর অভিভাবক এবং পড়ুয়ারা চিন্তিত। বরাদ্দ বেড়েছে বটে, কিন্তু ডিম কেন উধাও? বাড়তি দামের কারণে কি এমনটা হচ্ছে? এই প্রশ্ন ঘুরছে সবার মনে।
স্কুল কর্তৃপক্ষের দাবি, বরাদ্দ বাড়ার পরেও তাদের কাছে কোনও নতুন নোটিশ আসেনি। ফলে বাড়তি দামের সুবিধা তারা পাচ্ছেন না। এই কারণেই আপাতত ডিম বন্ধ রাখতে হয়েছে। তবে আশার কথা, জানুয়ারি থেকে পরিস্থিতি বদলাতে পারে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, “জানুয়ারি থেকে পড়ুয়াদের পাতে ডিম আবার ফিরবে।”
এক স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, “ডিম তো স্বাভাবিকভাবেই বাচ্চাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় খাবার। মাছের কাঁটা বা মাংসের হাড়ের ঝামেলা নেই। তাই বেশিরভাগ বাচ্চারই পছন্দ ডিম। আমরা চাই জানুয়ারি থেকেই আবার তাদের পাতে ডিম তুলে দিতে।”
এখন স্কুল কর্তৃপক্ষ খতিয়ে দেখছে, কীভাবে দ্রুত ডিমের ব্যবস্থা করা যায়। তবে অভিভাবকরা আশা করছেন, আগামী বছরের শুরুতেই এই সমস্যার সমাধান হবে। কারণ, বাচ্চাদের জন্য পুষ্টিকর খাবারের মধ্যে ডিম সবচেয়ে সহজ ও ঝামেলাহীন। এখন প্রশ্ন একটাই—কবে থেকে মিড ডে মিলে আবার ডিম আসবে? উত্তরবঙ্গের স্কুলপাড়ায় এটাই আপাতত বড় আলোচনার বিষয়।