“আমি রাজনীতি করি না, রাজনীতিতে আমার কোনো আগ্রহ নেই,” স্পষ্ট ভাষায় জানালেন শিলিগুড়ির প্রখ্যাত চায়ের দোকান নেতাজি কেবিনের কর্ণধার প্রণবেন্দু বাগচী। তিনি বলেন, “আমার নেতাজি কেবিনে সবাইকে স্বাগত। দলমত নির্বিশেষে সকলেই আসেন এখানে। তাই রাজনীতি করে আমি আমার দোকানের প্রতি মানুষের ভালোবাসা নষ্ট করতে চাই না।”
প্রণব বাবু আরও জানান, তাঁর কেবিনে প্রতিদিন প্রচুর মানুষ আসেন টোস্ট, ওমলেট আর চায়ের স্বাদ নিতে। “যদি আমি রাজনীতিতে জড়িয়ে যাই, তাহলে মানুষই বলবে নেতাজি কেবিন রাজনীতির আখড়া হয়ে গেছে। আমি এটা একদমই চাই না।”
তিনি আরো জানালেন, “নেতাজি কেবিন ছিল আমার বাবার স্বপ্ন। এখানে সব দলের মানুষ আসেন। যদি আমি কোনো একটি দলের সঙ্গে নিজেকে যুক্ত করি, তাহলে বাকিরা এখানে আসাই বন্ধ করে দেবে।”
প্রণবেন্দু বাবুর স্ত্রী এবং কন্যাও তাঁর এই মতামতের সঙ্গে সম্পূর্ণ একমত। তিনি বলেন, “আমার দোকানের চায়ের প্রশংসা করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসেন। শিলিগুড়ি ছাড়াও কলকাতা এবং আশেপাশের এলাকা থেকেও অনেকে এখানে আসেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আমি এটা কোনোভাবেই হারাতে চাই না।”
রাজনীতি থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রণব বাবু বলেন, “আমার নেতাজি কেবিন সব মানুষের জন্য। এখানে কখনোই রাজনীতি ঢুকবে না। পৃথিবীতে অনেক মানুষ আছেন, যারা রাজনীতি পছন্দ করেন না। আমি সম্ভবত তাঁদেরই একজন।”