সোনার গয়না এখন বাঙালির মধ্যবিত্তের জন্য ক্রমেই দেরেই যাচ্ছে। এর প্রধান কারণ হল সোনার দাম একরকম উড়ে বেড়ানো। শুধু গত বছর পুজোর সময় থেকেই হিসাব করলে, প্রতি ১০ গ্রাম সোনার দাম ২০ হাজার টাকারও বেশি বেড়ে গেছে! এতে সাধারণ মানুষ গয়না কেনায় অনেকটা সংকোচ বোধ করছে।
এ বছর এপ্রিলে ১ লক্ষ টাকা পার করেছিল হলুদ ধাতুর দাম। সেই পর্যায় থেকে গত কয়েক সপ্তাহে বেশ খানিক কমেছিল। যার জেরে মধ্যবিত্তের মনে দাম কম হওয়া নিয়ে আশা জেগেছিল। কিন্তু সেই আশায় জল ঢেলে ফের বেশ খানিকটা বেড়ে গিয়েছে সোনার দাম। এর জেরে করযোগ করলে প্রতি ১০ গ্রাম পাকা সোনা ফের ৯৯ হাজার টাকা ছাড়িয়ে যাচ্ছে। সেই সঙ্গে প্রতি কেজি রুপোর দাম করযোগ করলে ১ লক্ষ টাকা পার করে যাচ্ছে।
কলকাতার বাজারে সোনার দর
ধাতুর ধরন | দাম (প্রতি ১০ গ্রাম/কেজি) |
---|---|
পাকা সোনা বার (২৪ ক্যারাট) | ₹৯৬,৩৫০ (প্রতি ১০ গ্রাম) |
পাকা সোনা বার (খুচরো) | ₹৯৬,৮০০ (প্রতি ১০ গ্রাম) |
হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট) | ₹৯২,০০০ (প্রতি ১০ গ্রাম) |
রুপো (খুচরো) | ₹৯৮,১৫০ (প্রতি কেজি) |
বাজারে গিয়ে কিন্তু ঠিক এই দরে সোনা পাওয়া যাবে না। ঘোষিত দামের সঙ্গে আরও কিছু খরচ জুড়ে যাবে—যেমন ৩ শতাংশ জিএসটি, আর গয়না হলে যোগ হবে মজুরি বা মেকিং চার্জ। যদিও জিএসটি নির্দিষ্ট, কিন্তু মজুরি দোকানভেদে আলাদা হয়। তাই শেষমেশ আপনার খরচটা অনেকটাই বেড়ে যায়।
এই অতিরিক্ত খরচ ধরলে এখন ২২ ক্যারাট গয়নার সোনার দাম ৯৫ হাজার টাকার গণ্ডি পার করে যাচ্ছে। আর যদি আপনি ২৪ ক্যারাট পাকা সোনার বার কেনেন, তাহলে কর-সহ খরচ দাঁড়াবে ৯৯ হাজার টাকারও বেশি। এদিকে রুপোও পিছিয়ে নেই—করযোগ করে প্রতি কেজির দাম এখন ১ লক্ষ টাকার ওপরে চলে গেছে!
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |