কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আজকে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে নর্থ বেঙ্গল আর্ট আকাদেমির উদ্যোগে বসে আঁকো এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো।আজ শিলিগুড়ির বাঘা যতীন পার্কে অনুষ্ঠিত হলো নর্থ বেঙ্গল আর্ট আকাদেমি ও শিলিগুড়ি লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই বিশেষ আয়োজনে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
নর্থ বেঙ্গল আর্ট আকাদেমির অন্যতম প্রধান সংগঠক সোমেশ ঘোষ বলেন, “আমাদের আকাদেমি থেকে বহু মেধাবী ছাত্র-ছাত্রী সুনামের সাথে বিভিন্ন জায়গায় নিজেদের প্রতিভা প্রমাণ করেছে। আঁকা একটি অনন্য মাধ্যম, যা মানুষের মনকে বিকশিত করে। আমাদের এখানে ছাত্র-ছাত্রীরা দূরদূরান্ত থেকে আসে, এবং তারা সবাই স্বেচ্ছায় অংশগ্রহণ করে।”
তিনি আরও বলেন, “ছোটদের মন গড়ে তোলার জন্য এই ধরনের প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ভালো আঁকার মাধ্যমে মানুষের মনকে সুন্দর করা সম্ভব। আজ যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ।”
এই আয়োজনে শুধুমাত্র আঁকা প্রতিযোগিতা নয়, ছিল স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরও। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের সক্রিয় উপস্থিতি পুরো অনুষ্ঠানকে আরও সার্থক করে তোলে।