31 C
Kolkata
Thursday, March 20, 2025

মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ভয় কাটানোর উপায়! ভালো নম্বর পেতে ছাত্রছাত্রী ও অভিভাবকদের করণীয়

মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ভয় কাটানোর উপায়: অঙ্ক নিয়ে ভয় পাওয়া খুবই স্বাভাবিক, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার সময়। তবে দুশ্চিন্তা না করে সঠিক প্রস্তুতি নিলে এই ভয় কাটানো সম্ভব। নিয়মিত অনুশীলন, কঠিন অধ্যায়গুলো ছোট ছোট ভাগে বিভক্ত করে পড়া, মক টেস্ট দেওয়া, এবং সময় ধরে অঙ্ক করার অভ্যাস গড়ে তুললে আত্মবিশ্বাস বাড়বে। পাশাপাশি, ইতিবাচক মনোভাব রাখা, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়া, এবং নিজের ওপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, অঙ্ক যত বেশি অনুশীলন করবেন, ততটাই সহজ মনে হবে!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ভয় কাটানোর উপায়

অভিভাবকদের উচিত সন্তানদের পাশে থাকা, না যে শুধু পড়াশোনার জন্য চাপ দেওয়া। “সব অঙ্ক পারতেই হবে” বা “ভালো নম্বর না পেলে ভবিষ্যৎ অন্ধকার” — এ ধরনের কথা বললে আত্মবিশ্বাস কমে যেতে পারে। বরং পড়াশোনাকে আনন্দদায়ক করে তুলুন। ভুল করলে ধৈর্য ধরে বুঝিয়ে দিন, এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। পরীক্ষার আগে সন্তানকে মানসিকভাবে স্বস্তি দিন, যাতে তারা নির্ভয়ে প্রস্তুতি নিতে পারে।

Madhyamik Exam এর আগে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে অঙ্কের অনুশীলন করুন। টেস্ট পেপার থেকে প্রশ্ন বেছে নিয়ে সমাধান করুন এবং প্রয়োজনে শিক্ষকের মাধ্যমে তা মূল্যায়ন করিয়ে নিন। এতে ভুল ধরতে সুবিধা হবে এবং পরীক্ষার আগে আত্মবিশ্বাস বাড়বে।

রাত জেগে বেশি পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, ফলে শেখার ক্ষমতা কমে যেতে পারে। বরং রাতে পর্যাপ্ত ঘুম নিয়ে সকালে উঠে ফ্রেশ মনে পড়তে বসাই ভালো। সঙ্গে যদি কিছুক্ষণ হালকা ব্যায়াম করা যায়, তাহলে মন আরও সতেজ থাকবে এবং পড়াশোনায় মনোযোগও বাড়বে।

পরীক্ষার আগের রাতে নতুন অঙ্ক বা কঠিন নিয়ম শিখতে গেলে অযথা মানসিক চাপ বাড়তে পারে। এতে আত্মবিশ্বাস কমে যায় এবং পরীক্ষার হলে গুলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই যা আগে থেকে জানা আছে, সেটাই ভালোভাবে রিভিশন করুন এবং আত্মবিশ্বাস ধরে রাখুন। শান্ত মনে পরীক্ষা দিন, ভালো ফল আসবেই!

সারাদিন টানা অঙ্ক কষা উচিত নয়। মাঝে মাঝে বিরতি নিন। পরীক্ষার আগের দিন হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি বা বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ কথা বললে মানসিক চাপ কমবে।

অভিভাবকদের করণীয়

সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে তাকে সবসময় ইতিবাচকভাবে উৎসাহ দিন। তার ছোট ছোট সাফল্যেরও প্রশংসা করুন, যাতে সে নিজের উপর ভরসা রাখতে পারে। অন্যদের সঙ্গে তুলনা না করে তার প্রচেষ্টাকে গুরুত্ব দিন। মনে রাখবেন, ইতিবাচক কথা ও সমর্থনই পারে তাকে আরও ভালো করতে অনুপ্রাণিত করতে!

শারীরিক সুস্থতা মানসিক স্বস্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক খাবার ও পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে সন্তানের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর