কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: অনেকদিন ধরে কাজ শুরু না হওয়ায় এবার কড়া বার্তা দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। “কাজ না শুরু করলে ঠিকাদারদের ব্ল্যাকলিস্টেড করা হবে,” স্পষ্ট জানিয়ে দিলেন তিনি।
টক টু মেয়র অনুষ্ঠানে তিনি জানান, “বারবার বলার পরেও কিছু ঠিকাদার কাজ শুরু করতে গড়িমসি করছেন। এটা আর মেনে নেওয়া সম্ভব নয়। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, অবিলম্বে কাজ শুরু করুন। নাহলে একটা লিস্ট তৈরি করছি, যেখানে আপনাদের নাম থাকবে। ভবিষ্যতে কাজ পাওয়া শুধু কঠিনই হবে না, প্রায় অসম্ভব হয়ে যাবে।”
মেয়র আরও বলেন, “শিলিগুড়ির মানুষ বারবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু তাদের কোনও উত্তর দিতে পারিনি। আমরা দায়বদ্ধ মানুষকে পরিষেবা দিতে, কারণ তারাই আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন। কাজ শুরু হলে পরিষেবা এগিয়ে যাবে এবং মানুষ উপকৃত হবেন।”
তিনি সতর্ক করে আরও বলেন, “যদি ব্ল্যাকলিস্টেড হতে না চান, তবে অবিলম্বে কাজ শুরু করুন। এরপর যে কোনও পরিস্থিতির জন্য শিলিগুড়ি পুরসভা আর দায়বদ্ধ থাকবে না। আমাদের প্রধান লক্ষ্য হল মানুষকে পরিষেবা দেওয়া, তাই সময়মতো কাজ শেষ করা জরুরি।”