11.8 C
New York
Tuesday, November 5, 2024

Kiran Rao:আমিরের সঙ্গে ‘সুখের বিচ্ছেদ’,কিরণের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন আমির !

Kiran Rao আমিরের সঙ্গে ‘সুখের বিচ্ছেদ’: আমির ও কিরণ এর দাম্পত্য সম্পর্ক আর নেই, বহু দিন ঘটে গিয়েছে তাঁদের বিচ্ছেদ। কিন্তু যোগাযোগ অটুট রয়েছে এখনও।  বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ সেটা নয়। একে অন্যের বিরুদ্ধে কাদা ছোড়াছুঁড়ি। এরই বিপরীতে দাঁড়িয়ে আমির-কিরণ। একই আবাসনে দু’টি আলাদা ফ্ল্যাটে থাকেন দু’জনে। তাঁরা স্বামী-স্ত্রী না হলেও বন্ধুত্বে কমতি  পড়েনি এতটুকু। বিচ্ছেদের পর একসঙ্গে কাজও করছেন। স্বাভাবিক ভাবেই অনেকের কৌতূহল তাঁদের নিয়ে। একসঙ্গে ওঠা-বসা তবু কেন কী কারণে বিয়ে ভাঙলেন আমির-কিরণ?

কিরণ নিজেই সংবাদমাধ্যমে বলেন, ‘‘আসলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ হিসেবে যত বড় হই ততই পরিণতি আসে । আমরা মনে হয় পরিবর্তিত সময়ের সঙ্গেই সম্পর্কের সমীকরণ বদলে ফেলা দরকার। আমরা দু’জনেই অন্য কিছু চাইছিলাম। তাই আমিরের সঙ্গে ‘সুখের বিচ্ছেদ’

বিচ্ছেদের পর বন্ধুত্ব রাখা যায়। সম্পর্কের যেন নতুন এক পাঠ দিলেন আমির-কিরণ। তবে এ ক্ষেত্রে কিরণের তরফে ব্যাখ্যা রয়েছে। পরিচালক বলেন, ‘‘বিবাহবিচ্ছেদের পর মানুষ যেটার ভয় পান সেটা হল একাকিত্ব। কিন্তু আমি একাকিত্ব বোধ করি না। আমার ও আমিরের পরিবারকে সব রকম ভাবে পাশে পেয়েছি। তাই এই সম্পর্কে সবটাই ভাল। মজাদার কথা বলি আমরা। এটা সুখের বিচ্ছেদ।’’

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kiran Rao:আমিরের সঙ্গে ‘সুখের বিচ্ছেদ’,কিরণের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন আমির !

Kiran Rao বলেন, আমিরের সঙ্গে ‘সুখের বিচ্ছেদ’ হয়েছে কিন্তু সম্পর্ক আগের মতো আছে । আমাদের মধ্যে যেটা রয়েছে তা একে অপরের প্রতি সম্মান। পাশপাশি কিরণ এটাও স্পষ্ট করেন তাঁদের মধ্যে এমন কিছু হয়নি যে ভালবাসা হারিয়ে যাবে। আমরা আর্দশগত ভাবে সমমনস্ক মানুষ। অনেক ক্ষেত্রেই আমরা একে অপরের উপর নির্ভরশীল। আমাদের সম্পর্কের এই দিকটা হারাতে চাই না। আমাদের কোনও কাগজের প্রয়োজন নেই এটা বোঝানোর জন্য যে বিবাহিত। আমরা জানি আমরা আছি একে অপরের জন্যে।’’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

POPULAR POST

Latest Articles