হাওড়াবাসীদের জন্য সত্যিই দারুণ খবর! কলকাতায় যাতায়াত করা মানুষদের দীর্ঘদিনের এক সমস্যার সমাধান আসতে চলেছে। যানজটের জেরে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা নষ্ট হওয়ার দিন এবার শেষ। এই সমস্যা মেটাতে হাওড়ার বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক ছয় লেনের এলিভেটেড করিডর (Kona Expressway Elevated Corridor)। ফলে রাস্তার ওপর বাড়তি চাপ কমবে, আর গাড়ি চালানো হবে মাখনের মতো মসৃণ! এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে কয়েকশো কোটি টাকা। নির্মাণকাজ শেষ হলে, হাওড়া থেকে কলকাতায় যাতায়াত অনেক সহজ ও সময়সাশ্রয়ী হবে।
Kona Expressway Elevated Corridor
হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে সাঁতরাগাছি স্টেশন এখন নতুন রূপে সেজে উঠছে। স্টেশনকে আধুনিক করার কাজ চলছে জোরকদমে। তবে এর মাঝেই একটা বড় সমস্যা দেখা দিয়েছে—স্টেশনের কাজের জন্য আশপাশের রাস্তায় ব্যাপক যানজট তৈরি হচ্ছে। বিশেষ করে ১১৭ নম্বর জাতীয় সড়ক। কিন্তু এবার সেই সমস্যার স্থায়ী সমাধান আসতে চলেছে! কারণ এক ধাক্কায় ছয় লেনের এলিভেটেড করিডর তৈরি হচ্ছে। এই করিডর চালু হলে গাড়ি চলাচল হবে আগের চেয়ে অনেক মসৃণ ও দ্রুত।
এলিভেটেড করিডর তৈরির পরিকল্পনা সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা পেরিয়ে ফুটবল গেট থেকে গরফা খেজুরতলা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার দীর্ঘ ছয় লেনের এলিভেটেড করিডর নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কাজও চলছে। সাঁতরাগাছি ব্রিজের উপর দিয়ে এই করিডর ধরে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে পৌঁছনো যাবে। পাশাপাশি, এই রাস্তার লিঙ্ক রোড সাঁতরাগাছি স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে।
কলকাতা ভিত্তিক সংস্থা জিপিটি ইনফ্রাপ্রজেক্টস রেল বিকাশ নিগম (RVNL) থেকে ৫৪৭ কোটি টাকার নতুন চুক্তি সুরক্ষিত করেছে। ইতিমধ্যেই ছয় লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ চলছে। চুক্তির মধ্যে রয়েছে এলিভেটেড করিডোরের ভায়াডাক্ট অংশ, স্টিলের স্প্যান বাদে রেলওয়ে ওভারব্রিজ (আরওবি), এন্ট্রি ও একজিট র্যাম্প, ছোট যানবাহন আন্ডারপাস (এসভিইউপি), বড় যানবাহন আন্ডারপাস (এলভিইউপি), যানবাহন আন্ডারপাস (ভিইউপি), পথচারী আন্ডারপাস (পিইউপি), কালভার্ট প্রশস্তকরণ, একটি এনএইচএআই অফিস ভবন এবং অন্যান্য বিভিন্ন কাজ।
এর মধ্যে রয়েছে কোনা এক্সপ্রেসওয়ে বরাবর ১১৭ নম্বর জাতীয় সড়কের ০.১৪৫ কিলোমিটার থেকে ৭.৩৩৭ কিলোমিটার পর্যন্ত বৈদ্যুতিকীকরণ ও আলোকসজ্জা। কাজ শেষ হতে আনুমানিক ৩ বছর সময় লেগে যাবে বলে খবর।