JKNEWS24, কলকাতা: বছরের শুরু থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকায় শীতপ্রেমীরা বেশ জমিয়ে শীত উপভোগ করছিলেন। তবে রবিবার থেকে তাপমাত্রা খানিকটা বেড়েছে, যদিও শীতের মিষ্টি আমেজ এখনও বেশ উপভোগ্য। আগামীকাল মঙ্গলবার পৌষ সংক্রান্তি, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মকর সংক্রান্তির আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।
পৌষ সংক্রান্তি মানেই হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু এবারের ছবি একটু অন্যরকম। পশ্চিমী ঝঞ্ঝার চোখ রাঙানিতে শীত যেন পালিয়ে বেড়াচ্ছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একদিনে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গিয়েছে। শনিবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, আজ তা বেড়ে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি মিলবে না বলেই মনে করা হচ্ছে। তবে সংক্রান্তির শেষে শীত ফিরতে পারে বলে আশাবাদী আবহাওয়াবিদরা।
সপ্তাহের প্রথম কর্মদিবসে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া আজ মোটের উপর পরিষ্কার থাকবে।
দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার চাদর দেখা গেছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে ঘন কুয়াশা দেখা গেছে।