সরকারের সিদ্ধান্তে বিপাকে রাজ্যের শিক্ষকরা, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দেওয়া হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এই নির্দেশিকা উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়েও। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই নির্দেশিকায় অখুশি রাজ্যের শিক্ষক (Teacher) ও শিক্ষা কর্মীদের একাংশ।
মাধ্যমিক পরীক্ষার মাঝে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত! এবার পরীক্ষার সময় শিক্ষক ও শিক্ষা কর্মীরা ছুটি নিতে পারবেন না। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকেই পরীক্ষার সময় লম্বা ছুটি নিয়ে থাকেন। পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে জন্য এহেন সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
নতুন নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার সময় শুধুমাত্র মেডিক্যাল আর্জেন্সি থাকলে ছুটি নেওয়া যাবে, অন্য কোনও কারণ দেখিয়ে ছুটি মঞ্জুর করা হবে না। ছুটি নিতে হলে শিক্ষকদের বা শিক্ষা কর্মীদের অবশ্যই যথাযথ কারণ দেখিয়ে আবেদন করতে হবে। সেই আবেদন পর্যালোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে, ছুটি অনুমোদিত হবে কিনা। আবেদনপত্র জমা দিতে হবে স্থানীয় শিক্ষা সংসদ দফতরে।
এরকমও দেখা গিয়েছে, স্বামী স্ত্রী দু’জনেই শিক্ষা কর্মী। পরীক্ষার সময় দু’জনকে এক সঙ্গে ছুটি নেওয়া যাবে না, এ কথাও নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে। ছুটি নিতে হলে কোনো একজনকেই নিতে হবে। মেডিক্যাল এমার্জেন্সি থাকলে সিদ্ধান্তে বদল হলেও হতে পারে।
এই নতুন নির্দেশিকায় রাজ্যের কিছু শিক্ষক ও শিক্ষাকর্মী অখুশি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সংবাদ মাধ্যমে জানান, “পরীক্ষা চলাকালীন ছুটি নিয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা সরকারের তৈরি নিয়মের প্রতি অসম্মান দেখাচ্ছে।” তিনি আরও দাবি করেছেন, “শিক্ষা সংসদের ছুটি অনুমোদন করার কোনও এক্তিয়ার নেই। তাহলে কেন ছুটির আবেদন আঞ্চলিক দফতরে পাঠানো হবে?” এই প্রশ্ন তুলে তিনি সিদ্ধান্তের বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।