JKNews24 Bangla, কলকাতা: বাঙালির ঘোরাঘুরির তালিকায় দীঘা, পুরী আর দার্জিলিং যেন অবিচ্ছেদ্য অংশ! বিশেষ করে পাহাড়প্রেমীরা একটু সুযোগ পেলেই বেরিয়ে পড়েন পাহাড়ের টানে। সারা বছর ধরেই দার্জিলিং, জলপাইগুড়ি হয়ে সিকিমে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো থাকে। তবে সমস্যা হয় তখনই, যখন ট্রেনের টিকিট পাওয়া যায় না! উৎসবের মরসুমে বা ছুটির দিনে টিকিট পাওয়া একপ্রকার অসম্ভব হয়ে ওঠে। তবে এবার সেই সমস্যার সমাধান আসতে চলেছে। রাতের দিকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে চালু হচ্ছে নতুন ট্রেন।
কিছুদিন আগেই রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এই সমস্যা তুলে ধরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লেখেন। চিঠিতে তিনি জানান, নিউ জলপাইগুড়ি জংশন প্রায় ২৪ ঘণ্টাই ব্যস্ত থাকে, কিন্তু সমস্যা দেখা দেয় রাত বাড়তেই। রাত ৮টার পর থেকে কার্যত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে যাত্রীদের বিপাকে পড়তে হয়। একই অবস্থা বাস পরিষেবারও—রাতে তেমন বাস না থাকায় জরুরি প্রয়োজন হলেও কেউ কলকাতা বা শিয়ালদহ ফিরতে পারেন না। এই নতুন ট্রেনটি শিয়ালদা হয়ে উত্তরবঙ্গের জন্য নতুন ট্রেন হিসেবে পরিচিতি পাবে এবং এতে করে যাত্রীদের যাত্রার অভিজ্ঞতা উন্নত হবে।
শিয়ালদা হয়ে উত্তরবঙ্গের জন্য নতুন ট্রেন
আজ, শনিবার, রেলমন্ত্রকের তরফ থেকে এই প্রস্তাবের জবাব দেওয়া হয়েছে। জানা গেছে, গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। রেল সূত্রে খবর, নির্দিষ্ট দফতরকে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আশা করা যাচ্ছে, খুব শিগগিরই রাতের দিকেও নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বা শিয়ালদহের উদ্দেশ্যে নতুন ট্রেন চালু হতে পারে। এতে পর্যটকদের বাড়ি ফেরা আরও সহজ হবে। তাছাড়া, অনেকেই রাতের দিকে লম্বা ট্রেন যাত্রা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাই রাতের ট্রেন চালু হলে তাঁদেরও সুবিধা হবে।
প্রসঙ্গত, নিউ জলপাইগুড়ি একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলেও সেখান থেকে রাতের বেলা কলকাতা বা শিয়ালদহের উদ্দেশ্যে কোনো ট্রেন নেই। ফলে কেউ যদি জরুরি প্রয়োজনে ফিরতে চান, তেমন কোনো বিকল্প থাকে না। এই সমস্যার কথা মাথায় রেখে গত বছর ডিসেম্বর মাসে রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলেন সাংসদ শমীক ভট্টাচার্য। স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষও একই দাবিতে চিঠি দেন। অবশেষে মাত্র এক-দু’মাসের মধ্যেই এই বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ায় খুশি যাত্রীরা।