JKNews24 Bangla, কলকাতা: ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, ভারতীয় অলিম্পিয়ান শুটার মনু ভাকেরের (Manu Bhaker) পরিবারে নেমে এসেছে গভীর শোক। রবিবার হরিয়ানার মহেন্দ্রগড় বাইপাস রোডের কাছে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাঁর দিদা ও মামা। সূত্রের খবর, বিশেষ একটি কাজে স্কুটিতে দূরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তাঁরা। কিন্তু বাইপাসের কাছে পৌঁছাতেই দ্রুতগতিতে ছুটে আসা একটি ব্রেজা গাড়ি তাঁদের সজোরে ধাক্কা মারে। ভয়াবহ ওই সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
বেশ কিছু সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টা নাগাদ হরিয়ানার মহেন্দ্রগড় বাইপাসের কাছে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন অলিম্পিয়ান মনু ভাকেরের দিদা ও মামা। দ্রুতগতিতে ছুটে আসা একটি Maruti Suzuki ব্রেজা গাড়ি সজোরে ধাক্কা মারে তাঁদের স্কুটারে। সংঘর্ষের ফলে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে যান। ভয়াবহ এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। উদ্ধার করা হয় মনুর দিদা ও মামার নিথর দেহ। পরে তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকসহ অন্যান্য পুলিশ সদস্যরা। গোটা ঘটনা খতিয়ে দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এক পুলিশ আধিকারিকের সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টা নাগাদ বাইপাসের পাশ দিয়ে দ্রুতগতিতে ছুটে যাচ্ছিল একটি গাড়ি।
ঠিক সেই সময় মহেন্দ্রগড়ের রাস্তা দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিলেন প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের মামা ও দিদা। হঠাৎই দ্রুতগতিতে আসা গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাঁদের স্কুটারে। সেই ভয়াবহ সংঘর্ষেই ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কয়েক মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝে পালিয়ে যান অভিযুক্ত গাড়ির চালক। বর্তমানে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, যাতে দ্রুত তাকে আইনের আওতায় আনা যায়।
রবিবারের সকালটা হয়তো একটু অন্যভাবে কাটানোর পরিকল্পনা ছিল, কিন্তু তা আর বাস্তবায়িত হলো না মনু ভাকেরের পরিবারের জন্য। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কাছের মানুষকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার। সূত্রের খবর, ঘটনার পরই মনু ভাকেরের পরিবারের সদস্যরা মহেন্দ্রগড়ে গিয়ে পৌঁছেছেন। দেশের গর্ব, খেলরত্ন জয়ী মনু ভাকেরও এই শোকের সময়ে পরিবারের পাশে থাকতে ছুটে গেছেন।