কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আলাদা রাজ্যের দাবিতে রেল অবরোধ কোচবিহারে, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন আবারও আন্দোলনের পথে। কোচবিহারকে আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবিতে প্রায় আট বছর পর তারা ‘রেল রোকো’ আন্দোলনে নেমেছে। এর ফলে মঙ্গলবার রাত থেকে উত্তর-পূর্ব ভারতের রেল পরিষেবা ব্যাহত হয়েছে। বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি-গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস এবং বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের মতো ট্রেন। অন্যদিকে, ডিব্রুগড়-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার অরুণাচল এক্সপ্রেস এবং কামাখ্যা-রাজেন্দ্রনগর এক্সপ্রেস ঘুরপথে যাত্রা করছে।
রেল অবরোধের কারণে যাত্রীদের বিশেষত বয়স্ক এবং শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের ভেতরে বা স্টেশনে অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরপিএফ এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
আন্দোলনকারীদের দাবি, “দিনের পর দিন আমাদের সঙ্গে টালবাহানা করা হচ্ছে। এবার আমরা কোনও কথাই শুনব না। সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, তবে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে নামব।”
এই আন্দোলনের প্রভাব শুধু রেল পরিষেবাতেই নয়, বাস চলাচলেও পড়তে পারে। শিলিগুড়ি থেকে কোচবিহারের মধ্যে বাস চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় অনেক বরযাত্রীও তাদের বাস টিকিট বাতিল করেছেন।