মুর্শিদাবাদ সেতু বন্ধ: ছুটিতে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান করছেন? ট্রেনের টিকিট না পেলে অনেকেই নিজের গাড়িতেই উত্তরবঙ্গের পথে রওনা দেন। তবে আজ, রবিবার, একটি সমস্যার মুখে পড়তে হতে পারে। মুর্শিদাবাদের বহরমপুরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু বন্ধ থাকবে। কতদিনের জন্য বন্ধ থাকবে সেতুটি? এর বিস্তারিত জানুন আজকের প্রতিবেদন থেকে!
মুর্শিদাবাদ সেতু বন্ধ উত্তরবঙ্গ যাওয়ার রামেন্দ্র সুন্দর সেতু
যেমনটা জানা যাচ্ছে, রক্ষণাবেক্ষণের জন্য শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে সেতুটি। কলকাতা থেকে বহরমপুর হয়ে যে বাসগুলি উত্তরবঙ্গে যায়, সেগুলি এই সেতুর উপর দিয়েই যাতায়াত করে, ফলে যাত্রীদের কিছুটা সমস্যার মুখে পড়তে হতে পারে। তবে, চিন্তা করার কিছু নেই! সেতুটি বন্ধ থাকলেও বিকল্প সেতু খোলা থাকবে। তাই, যাত্রীরা বহরমপুর বাইপাস দিয়ে ঘুরে গিয়ে উত্তরবঙ্গে পৌঁছাতে পারবেন।
স্থানীয় প্রশাসনের মতে, রাস্তা বন্ধ রাখা হবে—এমন একটি নির্দেশিকা আগেই জারি করা হয়েছিল, যাতে যাতায়াতের প্ল্যান করা থাকলে আগে থেকেই বিকল্প রাস্তা ভেবে রাখা যায়। সপ্তাহের অন্যান্য দিনগুলিতে যানবাহনের চাপ বেশি থাকে, তাই শনিবার ও রবিবারই এই রক্ষণাবেক্ষণের কাজটি করা হচ্ছে। কাজটি রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হবে। কাজ শেষ হলেই ব্রিজটি পুনরায় খুলে দেওয়া হবে, এবং তখন আর কোনো অসুবিধা হবে না—এমনটাই জানানো হয়েছে।
এই রুটের এক বাসচালকের মতে, “বহু বছর ধরে এই রুটে বাস চালাচ্ছি। ব্রিজটির রক্ষণাবেক্ষণের দরকার আছে, তবে হুট করে ব্রিজ বন্ধ করে দিলে সাধারণ মানুষকে বেশ অসুবিধার সম্মুখীন হতে হবে।” অন্যদিকে, কলকাতা-শিলিগুড়ি রুটের আরেক বাস চালক বলেন, “ব্রিজ বন্ধ করে বিকল্প সেতু চালু রাখা হচ্ছে ঠিকই, তবে অনেকেই বহরমপুরের যাত্রী, তাদের জন্য কিছুটা অসুবিধা হবেই।” তবে সবশেষে, যাত্রীদের নিরাপত্তার জন্য মেরামতের কাজ হওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।