Ranjit-Koel Mallick: বাবা-মা’র সম্পত্তিতে মেয়ে নিজের অধিকার চাইলেই কি সে স্বার্থপর? সম্পর্কের গল্পে ফিরছেন কোয়েল। এক দশক পর আবারও বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী।
বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম মুখ কোয়েল মল্লিক। তবে ‘শেষ থেকে শুরুর’র পর কোয়েলকে আর দেখা যায়নি কমার্শিয়্যাল ছবির নায়িকা হিসাবে। হয় তিনি মিতিন মাসি হয়ে পর্দায় ধরা দিয়েছেন, কিংবা রক্তরহস্য়ের নারীকেন্দ্রিক ছবিতে। জিৎ কিংবা দেবের সঙ্গে কোয়েলের জুটি দেখতে মুখিয়ে রয়েছে ভক্তরা। এর মাঝেই কোয়েলকে নিয়ে সামনে এল বড় আপটেড।
কদিন আগেই মিতিন মাসির শ্যুট শেষ করেন কোয়েল মল্লিক। শুক্রবার ফের সেটে ফিরলেন কোয়েল মল্লিক। সিনেমার নাম ‘স্বার্থপর’। ছবির স্ক্রিপ্ট শেয়ার করে, সেটে ফেরার খবর ভাগ করে নিলেন অভিনেত্রী। খুশির খবর হল, এই ছবিতে স্ক্রিনশেয়ার করবেন কোয়েল ফের একবার বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে।
খবর, সম্পর্কের গল্পে নিয়ে ফিরছেন কোয়েল। তবে মেয়ে-বাবা হিসেবে দেখা যাবে না রঞ্জিত-কোয়েলকে। ছবিতে কোয়েলের উকিলের ভূমিকায় থাকছেন রঞ্জিত মল্লিক। কোয়েলের দাদার চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে। আর কৌশিক সেনের উকিলের চরিত্রে দেখা যাওয়ার কথা রয়েছে অনির্বাণ চক্রবর্তীর।
ছবিতে গৃহবধূর চরিত্রে দেখা মিলবে কোয়েলের। যার নাম অপর্ণা। ছোট থেকে বোনকে কোলেপিঠে করে মানুষ করেছে দাদা, অথচ সম্পত্তির ভাগ-বাটোয়ারার প্রশ্ন উঠলেই অন্য খাতে বইবে সম্পর্ক। বাবা-মা’র সম্পত্তিতে নিজের অধিকার দাবি করলেই কি মেয়েরা ‘স্বার্থপর’? সেই প্রশ্নেরই উত্তর মিলবে অন্নপূর্ণা বসু পরিচালিত এই সিনেমায়। এই প্রথম বড় পর্দার জন্য সিনেমা তৈরি করছেন অন্নপূর্ণা। গল্প লিখেছেন সদীপ ভট্টাচার্য।