12.2 C
New York
Sunday, December 8, 2024

salman khan today news: কপিলের সঙ্গে কোনও সম্পর্ক নেই, সাফ জানালেন সালমান খান

salman khan: ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’তে রবীন্দ্রসঙ্গীত নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে তোলপাড় বিনোদন জগৎ। বিশেষ করে ‘একলা চলো’ মতো গভীর ও জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতকে মজা করে উপস্থাপন করায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকে। কপিল শর্মার শোয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই বিতর্কের মূল কারিগর ক্রুষ্ণা অভিষেক, যিনি ‘দায়সারা’ ক্ষমা চাইলেও নেটিজেনদের ক্ষোভ থামেনি। বরং তীব্র সমালোচনার মুখে পড়েছে কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এর জেরে আইনি ঝামেলায় পড়তে হয়েছে শো-এর পুরো টিমকে। এই বিতর্কে নাম জড়িয়েছে সালমান খানেরও, যিনি শো-এর প্রযোজক। একদিকে লাগাতার প্রাণনাশের হুমকি, অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগ — এমন পরিস্থিতিতে সালমানের(salman khan) টিমকেও মুখ খুলতে বাধ্য হতে হয়েছে।

বেশ কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছিল যে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সালমান খানের প্রযোজনা সংস্থার সঙ্গে জড়িত। এমনকি কেউ কেউ বলছিলেন, শোটি সালমানের প্রযোজনায় তৈরি হয়। এই গুঞ্জনের পরই বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশন থেকে আইনি নোটিস পাঠানো হয়, যা দেখে নড়েচড়ে বসে সালমানের টিম।

বুধবার এক বিবৃতিতে বলিউড সুপারস্টার সালমান(salman khan) তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তিনি বা তার প্রযোজনা সংস্থা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর সঙ্গে আর কোনোভাবেই যুক্ত নন। এর মানে, কপিল শর্মার শোয়ের সঙ্গে এখন ভাইজানের কোনও সম্পর্ক নেই।

আগে টেলিভিশনে যখন এই শো সম্প্রচারিত হত, তখন তা সালমানের প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হত। তবে বর্তমানে শোটি নেটফ্লিক্সের অধীনে চলে গিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগে সালমান খানের নাম জড়ানোর পরই তার টিম থেকে এই বিবৃতি প্রকাশিত হয়েছে, যাতে বিষয়টি নিয়ে কোনো ভুল ধারণা না থাকে।

বলিউডের সিনেমায় বাংলা ভাষা বা সংস্কৃতিকে খাটো করে দেখানো যেন এক পুরনো অভ্যাস! সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে বাঙালি ভূত ‘মঞ্জুলিকা’র চরিত্র নিয়ে আপত্তি তুলেছে নেটিজেনদের একাংশ। তারা প্রশ্ন তুলেছেন, “বাঙালিরা তুকতাক বা কালাজাদু করে — এই ভুল ধারণা কবে যাবে?”

এবার সমালোচনার কেন্দ্রে এসেছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। হাস্যরসের নাম করে শোতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান ব্যক্তিত্বকেও ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি শোয়ের সঞ্চালক কপিল শর্মা এবং অতিথিরাও সেই মজায় মেতে ওঠেন। এই ঘটনার জেরে নেটিজেনদের ক্ষোভ আরও বেড়েছে, এবং বেশ কয়েকজন আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কপিলের শোয়ের বিরুদ্ধে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection