27 C
Kolkata
Thursday, March 20, 2025

SBI Asmita Scheme: কম সুদে বিনা গ্যারান্টিতে লোন! নতুন স্কিম নিয়ে এল SBI

SBI Asmita Scheme: মহিলাদের জন্য দারুণ সুখবর! নারী দিবসের আবহে দেশের বৃহত্তম সরকারি ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এক বিশেষ স্কিম নিয়ে এসেছে। এই স্কিমের মাধ্যমে মহিলা গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন। এসবিআই ২০২৫ সালের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই বিশেষ প্রকল্পটি চালু করেছে। বিশেষত মহিলা উদ্যোক্তাদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

SBI -এর নতুন স্কিম

২০২৫ সালের নারী দিবসে এসবিআই নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছে! ব্যাংকটি চালু করেছে এসবিআই অস্মিতা(SBI Asmita Scheme)। মহিলাদের কম সুদের হারে অর্থায়নের সুযোগ দেবে। এই স্কিমের মাধ্যমে নারী উদ্যোক্তারা সহজেই তহবিল সংগ্রহ করতে পারবেন, তাও আবার সম্পূর্ণ অসুরক্ষিত ঋণ সুবিধার মাধ্যমে।

এই লঞ্চটি এমন এক সময়ে শুরু হয়েছে যখন ট্রান্সইউনিয়ন সিআইবিআইএল জানিয়েছে যে মহিলারা ব্যবসায়িক ঋণ নিতে কম আগ্রহী। পরিবর্তে তারা ব্যক্তিগত বা ভোগের উদ্দেশ্যে ঋণ নিতে পছন্দ করে। প্রতিবেদন অনুসারে, মহিলাদের গৃহীত ঋণের মাত্র ৩ শতাংশ ছিল ব্যবসায়িক উদ্দেশ্যে, যার মধ্যে ৪২ শতাংশ ছিল ব্যক্তিগত ঋণ, ভোক্তা টেকসই ঋণ, গৃহ মালিকানার মতো ব্যক্তিগত আর্থিক পণ্যের জন্য এবং ৩৮ শতাংশ সোনার বিনিময়ে নেওয়া হয়েছিল।

কী বলছেন SBI চেয়ারম্যান?

এসবিআই চেয়ারপারসন সিএস শেট্টি জানিয়েছেন, নতুন এই প্রকল্পটি পুরোপুরি ডিজিটাল এবং স্ব-উদ্যোগী, যা নারী-নেতৃত্বাধীন ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসাগুলোর জন্য দ্রুত ও সহজ অর্থায়নের সুযোগ তৈরি করবে। ব্যাংকের এমডি বিনয় টোনসে এই উদ্যোগকে প্রযুক্তির উদ্ভাবন ও সামাজিক উন্নয়নের দুর্দান্ত সংযোগ হিসেবে বর্ণনা করেছেন। সহজ ঋণের এই সুবিধা নারীদের স্বাবলম্বী হতে আরও এক ধাপ এগিয়ে দেবে!

এর পাশাপাশি, এসবিআই রূপে চালিত নারী শক্তি প্ল্যাটিনাম ডেবিট কার্ডও চালু করেছে, যা বিশেষভাবে মহিলাদের জন্য তৈরি একটি কার্ড। এই প্রকল্পটি বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের চাহিদা পূরণ করবে।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর