31 C
Kolkata
Thursday, March 20, 2025

পরপর দু’দিন শিয়ালদা শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল!

লোকাল ট্রেন বাতিল: সপ্তাহান্তে শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীদের জন্য বাড়তে চলেছে ভোগান্তি! গোবরডাঙ্গা স্টেশনের আপ ও ডাউন লাইনে কাজ চলার কারণে শনিবার এবং রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, শুধুমাত্র ট্রেন বাতিলই নয়, কিছু ট্রেনের গন্তব্যও পরিবর্তন করা হবে। শিয়ালদহ ও বনগাঁগামী কিছু লোকাল নির্ধারিত স্টেশনের পরিবর্তে অন্য স্টেশন থেকে ছেড়ে যাবে। বনগাঁ শাখার পাশাপাশি আরও কয়েকটি রুটেও ট্রেন পরিষেবা বিঘ্নিত হতে পারে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রেল সূত্রে খবর, গোবরডাঙ্গা স্টেশনে পরিষেবা উন্নত করতে আপ এবং ডাউন লাইনে কাজ চলবে। শনিবার রাত ১০:৪৫ থেকে রবিবার সকাল ৮:৪৫ পর্যন্ত এই কাজ চলবে। তবে এই নির্দিষ্ট সময়ে শুধুমাত্র আপ লাইনে কাজ চলবে বলে জানা গেছে।

অন্যদিকে শনিবার রাত 10টা 45 থেকে রবিবার বিকেল 5টা 45 মিনিট পর্যন্ত গোবরডাঙ্গার ডাউন লাইনে মেরামতির কাজ করবেন রেল কর্মীরা। ফলত, শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল থাকায় যথেষ্ট সমস্যায় পড়তে হবে নিত্য যাত্রীদের।

পূর্ব রেল সূত্রে খবর, শুধু গোবরডাঙ্গা স্টেশনেই নয়, কৃষ্ণনগর সিটি-লালগোলা শাখা এবং হালিশহর থেকে নৈহাটি স্টেশনের মাঝেও ডাউন লাইনে কাজ চলবে। শনিবার থেকে রবিবার পর্যন্ত এই দীর্ঘ সময়ে রেল কর্মীদের কাজের ফলে পরিষেবা ব্যাহত হতে পারে।

শিয়ালদা-বনগাঁসহ বিভিন্ন শাখায় শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা

স্টেশনআপ ট্রেনট্রেন নম্বরডাউন ট্রেনট্রেন নম্বর
শিয়ালদা-বনগাঁ শাখাশিয়ালদা-বনগাঁ33851, 33859, 33861, 33863বনগাঁ-শিয়ালদা33856, 33858, 33860
নৈহাটি শাখানৈহাটি-ব্যান্ডেল37557ব্যান্ডেল-নৈহাটি37558
গেদে শাখাশিয়ালদা-গেদে31929গেদে-শিয়ালদা31928
শান্তিপুর শাখাশিয়ালদা-শান্তিপুর31539শান্তিপুর-শিয়ালদা31582

রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা

শাখাআপ ট্রেনট্রেন নম্বরডাউন ট্রেনট্রেন নম্বর
বনগাঁ শাখাবারাসাত-বনগাঁ33369বনগাঁ-বারাসাত33368
হাবড়া শাখাশিয়ালদা-হাবড়া33651, 33653হাবড়া-শিয়ালদা33652, 33658
নৈহাটি শাখানৈহাটি-ব্যান্ডেল37521ব্যান্ডেল-নৈহাটি37522
গেদে শাখাশিয়ালদা-গেদে31911গেদে-শিয়ালদা31912
শান্তিপুর শাখাশিয়ালদা-শান্তিপুর31511শান্তিপুর-শিয়ালদা31512
রানাঘাট শাখানৈহাটি-রানাঘাট31611রানাঘাট-নৈহাটি31612
লালগোলা শাখালালগোলা-শিয়ালদা53178শিয়ালদা-লালগোলা53175
কৃষ্ণনগর শাখাকৃষ্ণনগর-লালগোলা31861লালগোলা-কৃষ্ণনগর31868
আজিমগঞ্জ শাখাকৃষ্ণনগর-আজিমগঞ্জ53091আজিমগঞ্জ-কৃষ্ণনগর53092

রেলের কাজের জন্য শনিবার ও রবিবার উপরিউক্ত ট্রেন গুলিকে বাদ দিয়ে সংক্ষিপ্ত রুটে চলবে বেশ কিছু লোকাল ট্রেন। কোন কোন লোকাল ট্রেন চলবে সেই তালিকা নিচে দেওয়া হল – শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল, শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার, কল্যাণী সীমান্ত, নৈহাটি লোকাল, এবং রানাঘাট-লালগোলা।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর