লোকাল ট্রেন বাতিল: সপ্তাহান্তে শিয়ালদহ-বনগাঁ শাখার যাত্রীদের জন্য বাড়তে চলেছে ভোগান্তি! গোবরডাঙ্গা স্টেশনের আপ ও ডাউন লাইনে কাজ চলার কারণে শনিবার এবং রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে খবর, শুধুমাত্র ট্রেন বাতিলই নয়, কিছু ট্রেনের গন্তব্যও পরিবর্তন করা হবে। শিয়ালদহ ও বনগাঁগামী কিছু লোকাল নির্ধারিত স্টেশনের পরিবর্তে অন্য স্টেশন থেকে ছেড়ে যাবে। বনগাঁ শাখার পাশাপাশি আরও কয়েকটি রুটেও ট্রেন পরিষেবা বিঘ্নিত হতে পারে।
রেল সূত্রে খবর, গোবরডাঙ্গা স্টেশনে পরিষেবা উন্নত করতে আপ এবং ডাউন লাইনে কাজ চলবে। শনিবার রাত ১০:৪৫ থেকে রবিবার সকাল ৮:৪৫ পর্যন্ত এই কাজ চলবে। তবে এই নির্দিষ্ট সময়ে শুধুমাত্র আপ লাইনে কাজ চলবে বলে জানা গেছে।
অন্যদিকে শনিবার রাত 10টা 45 থেকে রবিবার বিকেল 5টা 45 মিনিট পর্যন্ত গোবরডাঙ্গার ডাউন লাইনে মেরামতির কাজ করবেন রেল কর্মীরা। ফলত, শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল থাকায় যথেষ্ট সমস্যায় পড়তে হবে নিত্য যাত্রীদের।
পূর্ব রেল সূত্রে খবর, শুধু গোবরডাঙ্গা স্টেশনেই নয়, কৃষ্ণনগর সিটি-লালগোলা শাখা এবং হালিশহর থেকে নৈহাটি স্টেশনের মাঝেও ডাউন লাইনে কাজ চলবে। শনিবার থেকে রবিবার পর্যন্ত এই দীর্ঘ সময়ে রেল কর্মীদের কাজের ফলে পরিষেবা ব্যাহত হতে পারে।
শিয়ালদা-বনগাঁসহ বিভিন্ন শাখায় শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন
শনিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা
স্টেশন | আপ ট্রেন | ট্রেন নম্বর | ডাউন ট্রেন | ট্রেন নম্বর |
---|---|---|---|---|
শিয়ালদা-বনগাঁ শাখা | শিয়ালদা-বনগাঁ | 33851, 33859, 33861, 33863 | বনগাঁ-শিয়ালদা | 33856, 33858, 33860 |
নৈহাটি শাখা | নৈহাটি-ব্যান্ডেল | 37557 | ব্যান্ডেল-নৈহাটি | 37558 |
গেদে শাখা | শিয়ালদা-গেদে | 31929 | গেদে-শিয়ালদা | 31928 |
শান্তিপুর শাখা | শিয়ালদা-শান্তিপুর | 31539 | শান্তিপুর-শিয়ালদা | 31582 |
রবিবার বাতিল হওয়া ট্রেনের তালিকা
শাখা | আপ ট্রেন | ট্রেন নম্বর | ডাউন ট্রেন | ট্রেন নম্বর |
---|---|---|---|---|
বনগাঁ শাখা | বারাসাত-বনগাঁ | 33369 | বনগাঁ-বারাসাত | 33368 |
হাবড়া শাখা | শিয়ালদা-হাবড়া | 33651, 33653 | হাবড়া-শিয়ালদা | 33652, 33658 |
নৈহাটি শাখা | নৈহাটি-ব্যান্ডেল | 37521 | ব্যান্ডেল-নৈহাটি | 37522 |
গেদে শাখা | শিয়ালদা-গেদে | 31911 | গেদে-শিয়ালদা | 31912 |
শান্তিপুর শাখা | শিয়ালদা-শান্তিপুর | 31511 | শান্তিপুর-শিয়ালদা | 31512 |
রানাঘাট শাখা | নৈহাটি-রানাঘাট | 31611 | রানাঘাট-নৈহাটি | 31612 |
লালগোলা শাখা | লালগোলা-শিয়ালদা | 53178 | শিয়ালদা-লালগোলা | 53175 |
কৃষ্ণনগর শাখা | কৃষ্ণনগর-লালগোলা | 31861 | লালগোলা-কৃষ্ণনগর | 31868 |
আজিমগঞ্জ শাখা | কৃষ্ণনগর-আজিমগঞ্জ | 53091 | আজিমগঞ্জ-কৃষ্ণনগর | 53092 |
রেলের কাজের জন্য শনিবার ও রবিবার উপরিউক্ত ট্রেন গুলিকে বাদ দিয়ে সংক্ষিপ্ত রুটে চলবে বেশ কিছু লোকাল ট্রেন। কোন কোন লোকাল ট্রেন চলবে সেই তালিকা নিচে দেওয়া হল – শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল, শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার, কল্যাণী সীমান্ত, নৈহাটি লোকাল, এবং রানাঘাট-লালগোলা।