কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: বেঙ্গল সাফারিকে আরও জনপ্রিয় করে তুলতে এবার সাইবেরিয়া ও অস্ট্রিয়া থেকে বিদেশি পাখি আনার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আগে বহু বিদেশি পাখি থাকলেও, বর্তমানে তাদের সংখ্যা কমে যাওয়ায় নতুন করে সাইবেরিয়া পাখি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাঘের পর দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় প্রাণী হলো পাখি। শান্ত ও নিরীহ প্রকৃতির জন্য ৮ থেকে ৮০—সব বয়সের মানুষই পাখি দেখতে ভালোবাসেন। বিশেষ করে ছোটদের কাছে পাখিদের জনপ্রিয়তা অপরিসীম। তাই দর্শকদের আরও বেশি আকৃষ্ট করতে বেঙ্গল সাফারি এবার বিদেশি পাখির সংখ্যা বাড়াতে চাইছে।
বর্তমানে থাকা পাখিগুলোর জনপ্রিয়তা থাকলেও, নতুন কিছু আনতে হবে দর্শকদের জন্য—এমনটাই মনে করছে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে অস্ট্রিয়া ও সাইবেরিয়া থেকে নতুন পাখিরা আসতে পারে, এবং সাইবেরিয়া থেকে আসা পাখিদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।
তবে এখনো কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে কিছুটা সময় লাগবে। কিন্তু সব ঠিকঠাক হলেই বেঙ্গল সাফারিতে বিদেশি পাখির নতুন অতিথিদের দেখা পাওয়া শুধু সময়ের অপেক্ষা!