কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: মাটিগাড়াতে গ্রেফতার এস এস বি জাওয়ান, মাটিগাড়ায় ২২ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক এসএসবি জওয়ান, বিনোদ রায় (নাম পরিবর্তিত)। অভিযোগ উঠেছে, তিনি চাকরি দেওয়ার নাম করে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। স্থানীয় মানুষদের দাবি, বিনোদ রায় তাদের ছেলেমেয়েদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিতেন। তার কথা বিশ্বাস করে অনেকেই টাকা দিয়েছিলেন, কিন্তু চাকরি মেলেনি।
বছরখানেক ধরে মাটিগাড়া থানায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল, কিন্তু এসএসবি জওয়ান হওয়ায় তদন্তে সমস্যা হচ্ছিল। অবশেষে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করে এবং গ্রেফতার করে। জেরা চলাকালীন বিনোদ রায় দাবি করেছেন, তিনি নির্দোষ এবং তাকে অযথা হেনস্থা করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।