কুয়াশা বা খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল বা দেরির সমস্যায় পড়তে হয় যাত্রীদের। তবে এবার সেই সমস্যার কিছুটা সমাধান আসতে চলেছে! ঘন কুয়াশা বা আকাশে মেঘ জমলেও আগাম সতর্কতা পাওয়ার সুযোগ থাকছে। কারণ, কলকাতা এয়ারপোর্টে (Kolkata Airport) বসানো হয়েছে অত্যাধুনিক এক নতুন যন্ত্র, যা ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে।
আসলে কুয়াশার কারণে বিমান ওঠানামায় মাঝেমধ্যেই সমস্যা দেখা দেয়। তাছাড়া, আবহাওয়ার পরিবর্তনের ওপর বিমান পরিষেবা অনেকটাই নির্ভরশীল। আকাশ কতটা পরিষ্কার থাকবে বা পরিস্থিতি খারাপ হতে পারে কি না, তা অনেক সময় দ্রুত নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। তবে এবার সেই সমস্যা দূর করতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে ছয়টি অত্যাধুনিক যন্ত্র! জানা গেছে এই যন্ত্রগুলো বিমানবন্দরের দুইটি রানওয়ের পাশে ইনস্টল করা হয়েছে।
অটোমেটেড ওয়েদার অবজারভিং সিস্টেম বসানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। এই যন্ত্রের ফলে খারাপ আবহাওয়া থাকলে নিরাপদে বিমান ওঠানামা করানো যাবে বলে আশা করা হচ্ছে। খবরে প্রকাশ, বাতাসের তাপমাত্রা, বাতাসের গতি, আপেক্ষিক আদ্রর্তা, রানওয়ের দৃশ্যমান্যতা এমনকি মেঘের উচ্চতা সহ যাবতীয় পরিমাপ এর তথ্য দিতে পারবে এই ছয়টি যন্ত্র। যার ফলে সুবিধা পাবেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কোনো কারণে বিমান নির্ধারিত সময় থেকে পিছিয়ে থাকলে, সেটাও যাত্রীদের তারা জানিয়ে দিতে পারবেন। প্রতি আধ ঘন্টা অন্তর রিয়েল টাইম ডেটা ফিড মিলবে এই যন্ত্র থেকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |