15 C
Kolkata
Monday, January 20, 2025

পুলিশের বাড়িতে চুরির কিনারা করল পুলিশই

কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: পুলিশের বাড়িতে চুরির কিনারা করল পুলিশই, সিভিক ভলেন্টিয়ার দম্পতির বাড়িতে চুরির কিনারা করল পুলিশ | চুরির সামগ্রী সহ গ্রেপ্তার অভিযুক্ত |

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

স্বামী স্ত্রী দু’জনেই সিভিক ভলেন্টিয়ার । মাটিগাড়া থানার বেলডাঙ্গির বাসিন্দা তারা । কাজ থেকে ফিরে বাড়িতে এসে দেখেন তাদের ঘরের সমস্ত জিনিস তছনছ হয়ে রয়েছে | সোনার অলঙ্কার সহ মূল্যবান সামগ্রী চুরি যায় তার |

মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে সর্বস্ব নিয়ে চম্পট দেয় । মাটিগাড়া থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করে । অবশেষে মেলে সাফল্য । সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্রের খবরের ভিত্তিতে দুষ্কৃতীকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ ।

অভিযুক্তের নাম দীপক দাস | চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে ওই সিভিক ভলেন্টিয়ার দম্পতিকে তুলে দিল মাটিগাড়া থানা । ধৃত পতিরাম জোত এলাকার বাসিন্দা । ধৃত , চুরি করা সমস্ত সামগ্রী তার বাড়িতে একটি টেডিবিয়ারের মধ্যে লুকিয়ে রেখেছিল । ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করে মাটিগাড়া থানার পুলিশ । আদালত সাত দিনের জন্য আপাতত গেলে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে তাকে।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection