কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি: মায়ের কামড়ে মৃত্যু তিন রয়েল বেঙ্গল টাইগারের। সাফারি কর্তৃপক্ষের দাবি, মায়ের কামড়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বন দপ্তরে শোরগোল পড়ে গেছে। শাবকগুলির মৃত্যুতে বেশ কয়েকটি প্রশ্ন উঠছে।
সাফারি পার্ক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগার তিনটি শাবকের জন্ম দেয়। শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই পার্কে আনন্দের জোয়ার বইতে শুরু করে। কিন্তু, নাইট শেল্টারে কয়েকদিনের মধ্যেই তিনটি শাবকেরই মৃত্যু ঘটে। জানা যাচ্ছে, রিকা নিজের শাবককে মুখে করে নিয়ে অন্যত্র সরাতে গিয়ে অসাবধানতাবশতঃ শাবকের ঘাড়ে কামড় বসায়। এর ফলে তিনটি শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো হয়ে যায়। দু’টি শাবক তৎক্ষণাৎ মারা গেলেও, একটি শাবককে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালায় পার্ক কর্তৃপক্ষ, তবে শেষ পর্যন্ত সে শাবকও বাঁচানো যায়নি।
তিনটি শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো হয়ে যায়, যার ফলে দুটির মৃত্যু হয়। অন্যটিকে বাঁচানোর চেষ্টা করা হলেও, শেষ রক্ষা হয়নি। এই ঘটনা সাফারি কর্তৃপক্ষের জন্য একটা বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভরা সিজনে এমন একটা ঘটনায় তারা একেবারে মুষড়ে পড়েছে। দর্শকেরাও যারা বেঙ্গল সাফারি দেখতে এসেছিলেন, তারা যখন এই দুঃখজনক সংবাদ শুনলেন, তখন খুবই হতাশ হয়ে পড়েন। তিনটি শাবকের মৃত্যুতে এখন শিলিগুড়ির বেঙ্গল সাফারি শাবকহীন হয়ে পড়েছে। মা রয়েল বেঙ্গল টাইগার আপাতত এক কোণায় শান্ত হয়ে বসে আছেন, বলে খবর পাওয়া গেছে।
এই বিষয়ে রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী জানিয়েছেন, “রিকা দ্বিতীয়বার তিনটি শাবকের জন্ম দেয়। রিকার নিজেরও কিছু শারীরিক সমস্যা রয়েছে এবং সে শিলার মতো অভিজ্ঞ নয়। অসাবধানতাবশত, শাবকগুলোকে সরাতে গিয়ে তার কামড় বসে শাবকের ঘাড়ে। এর ফলে শ্বাসনালী ফুটো হয়ে যায় এবং ঘাড়ে গভীর ক্ষত তৈরি হয়, যা শেষ পর্যন্ত তিনটি শাবকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।” সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেছেন, “রিকার ভুলেই ওই তিন শাবকের মৃত্যু হয়েছে, তবে পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”