কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব উন্মেলন ২০২৪ আজ সাড়ম্বরে সূচনা হলো। এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক শংকর ঘোষ এবং কাউন্সিলর খুঁশবু মিতাল। সকাল থেকেই উৎসব উপলক্ষে ৫ নম্বর ওয়ার্ডে জমেছে উপচে পড়া ভিড়।
কাউন্সিলর খুঁশবু মিতাল জানালেন, এই উৎসব চলবে টানা ৬ দিন। ওয়ার্ডবাসীর জন্য মনোরঞ্জনের সবরকম আয়োজন রাখা হয়েছে। উৎসবে থাকবে আঁকা, গান, খেলাধুলা এবং আরও অনেক আকর্ষণীয় কার্যক্রম। এ বছর উৎসবে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে আনন্দের মাত্রা আরও বেড়েছে।
বিধায়ক শংকর ঘোষ উৎসবের সাফল্যের জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমি ৫ নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকদের উৎসবের অংশ হতে আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই আসুন, উৎসব উপভোগ করুন এবং এই আয়োজনকে সফল করুন।” তিনি আরও জানান, উৎসব সফল করতে তিনি সর্বতোভাবে সহযোগিতা করবেন।