12.2 C
New York
Sunday, December 8, 2024

Tollywood star dev and jisshu: যিশুকে ফোন দেবের, শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?

Tollywood star dev and jisshu: দেব আর যিশুর মজার ফোনালাপ যেন এখন সবার আলোচনার বিষয় হয়ে উঠেছে। মেদিনীপুরের এক অনুষ্ঠানে মঞ্চ থেকেই দেবকে ফোন করেছিলেন যিশু সেনগুপ্ত। এবার পালা নিলেন দেব। সাংবাদিকদের সামনে ‘খাদান’-এর সহ-অভিনেতা যিশুকে ফোন করলেন তিনি। আর ফোন ধরেই একেবারে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন, “শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?”

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এ যিশু সেনগুপ্তর অভিনয়ের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় ঘুরছে। তবে এবার সেই জল্পনায় যেন ঘি ঢাললেন দেব! নিজের আসন্ন সিনেমা ‘খাদান’-এর প্রচারের ফাঁকেই সাংবাদিকদের সামনে যিশুকে ফোন করেন সুপারস্টার দেব। ফোন স্পিকারে দিয়ে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন, “শুনলাম শাহরুখ খানের সঙ্গে সিনেমা করছ?”

যিশুও কম যান না! হালকা রসিকতার ছলে জল্পনার আগুনে আরও খানিকটা তেল ঢাললেন। বললেন, সে তো আমিও শুনলাম। যিশুর এই উত্তরে উপস্থিত সকলেই হেসে উঠলেও, তাঁর বক্তব্যে পরিষ্কার কোনও ইঙ্গিত ছিল না। তবে যিশুর হালকা রহস্যময় ভঙ্গি কি এই গুঞ্জনকে সত্যি হওয়ার আশা দেখাচ্ছে? ।

যিশুর উত্তর শেষ হতে না হতেই দেব আরেক ধাপ এগিয়ে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন, “কনফার্ম নয়?” যিশু হালকা হাসি নিয়ে বললেন, “আমি অন্তত জানি না। আমি হয়তো…” তবে যিশুর কথা শেষ হওয়ার আগেই দেব যেন পুরো বিষয়টা নিয়ে মজা করতে করতে বলে উঠলেন, “ওহ! রাত্রিবেলা ফোন করছি। এগুলো মিডিয়া জেনে নিলে আবার নিউজ করবে।”

আলোচনা যে ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে, সেটা বুঝে সঙ্গে সঙ্গে ফোনের স্পিকার বন্ধ করে দেন দেব। হাসতে হাসতে যিশুকে জানিয়ে দেন, রাতে আবার তাঁকে ফোন করবেন।

ডিভোর্সের গুঞ্জন উপেক্ষা করেও যিশু সেনগুপ্ত কিন্তু পেশাদারিত্বে একেবারে অবিচল। ‘খাদান’ সিনেমার প্রচারে নিয়মিত যোগ দিচ্ছেন তিনি। তবে, প্রচারের বেশিরভাগ দায়িত্বই বহন করছেন দেব। বহুদিন পর এই ছবিতে দেবকে অ্যাকশনের মেজাজে দেখা যাবে, যেখানে তাঁর সঙ্গী হিসেবে থাকছেন যিশু।

Tollywood star dev and jisshu বড়দিনের উপহার ‘খাদান’

ছবিটি মুক্তি পেতে চলেছে ২০ ডিসেম্বর, বড়দিনের আগেই। সুজিত রিনো দত্ত পরিচালিত এই সিনেমায় দেব ও যিশুর পাশাপাশি রয়েছেন আরও এক ঝাঁক প্রতিভাবান অভিনেতা। তাঁদের মধ্যে রয়েছেন বরখা বিশত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য, সুজন নীল ভট্টাচার্য, এবং বিশ্বজিৎ ঘোষ।

গানগুলো ইতিমধ্যেই জনপ্রিয়

ছবির দুটি গান, ‘রাজার রাজা’ এবং ‘হায় রে বিয়ে’, ইতিমধ্যেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘রাজার রাজা’ গানটি অ্যাকশন-প্যাকড গল্পের ছোঁয়া দিয়েছে, যা ছবির উত্তেজনা বাড়িয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অ্যাকশনের মেজাজে দেব

দর্শকদের জন্য বড় আকর্ষণ হল দেবের অ্যাকশন-অবতার। দীর্ঘদিন পর তিনি যে ধরনের শক্তিশালী অ্যাকশনে ফিরছেন, তা ছবিটির অন্যতম মূল আকর্ষণ। দেবের অনুগামীরা তো বটেই, সাধারণ দর্শকরাও এই ছবির জন্য মুখিয়ে আছেন।

তাই, বড়দিনের উৎসবে পরিবারের সঙ্গে উপভোগ করতে ‘খাদান’ হতে পারে একটি দারুণ পছন্দ। দেব-যিশু জুটির দুর্দান্ত কেমিস্ট্রি এবং মনোমুগ্ধকর গান আপনাকে প্রেক্ষাগৃহে নিয়ে যেতে বাধ্য করবে!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection