কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: গত কয়েক দিনের পর , আবার দেরি করে ছাড়ছে ট্রয় ট্রেন, শুধু তাই নয় মাঝে থেমে যাচ্ছে ট্রয় ট্রেন। নতুন বছরের শুরুতে এই ঘটনা, হতবাক করে দিয়েছে পর্যটক দের, যথেষ্ট ক্ষুদ্ধ এবং বিরক্ত তারা, কি কারনে এই ঘটনা ঘটছে, সেটা জানালেন ট্রয় ট্রেন আধাকারিক এ রা, তারা জানিয়েছেন কুয়াশা থাকায় সমস্যা বেড়েছে অনেকটাই। বারবার দুর্ঘটনা যাতে না ঘটে, এবং যন্ত্রপাতি যাতে বিকল না হয়ে যায় , সেই কারণে থেমে থেমে চলছে টয় ট্রেন।
সবচেয়ে বড় কথা টয় ট্রেন চালকেরাও ঝুঁকি নিতে চাইছেন না। আচমকা যদি কোন দুর্ঘটনা ঘটে যায়, তবে এতে একেবারেই খুশি নয় যাত্রীরা। তারা জানিয়েছেন মুখ্য যার জন্য, এখানে তাদের আশা , সেটাই যদি ঠিকমত পরিষেবা না যাওয়া হয় তবে কি জন্য তাদের আশা? আরো জানা গেল পর্যটকেরা বলছেন টাইটান কর্তৃপক্ষের উচিত ছিল আগেভাগেই এইসব সমস্যার সমাধান করে নেওয়া। তবে এই পরিস্থিতি আসতো না।