JKNews24 Babgla, মুর্শিদাবাদ: মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলের সদস্যদের বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছেন, কিন্তু তৃণমূলের নেতাদের মধ্যে যেন কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। ফিরহাদ হাকিম থেকে শুরু করে ভরতপুরের হুমায়ুন কবীর—দলের শীর্ষ নেতারা একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন। এবার ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর প্রকাশ্যে এমন একটি মন্তব্য করেছেন, যা আবারও রাজনৈতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে।
কিছুদিন আগে তিলোত্তমাকাণ্ডে পুলিশি ভূমিকা নিয়ে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। রাজ্য পুলিশের কিছু ভুল ছিল বলে তিনি আরজি কর মেডিক্যাল কলেজের তদন্ত সম্পর্কে মন্তব্য করেছিলেন, যা শাসকদলের মধ্যে নানা তর্ক বিতর্ক সৃষ্টি করেছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই হুমায়ুন কবীর এবার আবার এক নতুন বিতর্কে জড়ালেন। প্রাক্তন IPS হুমায়ুন কবীর এবার আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের নাম তুলে এমন মন্তব্য করেছেন
গত বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূল কংগ্রেসের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। অনুষ্ঠানটিতে বক্তব্য দেওয়ার সময় তিনি একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “লোকমুখে প্রায় শোনা যায় যে খারিজি মাদ্রাসায় সন্ত্রাসবাদ শেখানো হয় কিন্তু আমি কখনো খারিজি মাদ্রাসা দেখিনি। তবে আমি মনে করি, যদি সন্ত্রাসবাদ শেখানো হয়, তা শুধু খারিজি মাদ্রাসাতেই কেন? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও এই পন্থা শেখানো যায়।”
হুমায়ুন কবীর আরও বলেন, “যদি শুধু খারিজি মাদ্রাসায় সন্ত্রাসবাদ শেখানো হত, তাহলে ওসামা বিন লাদেন কীভাবে একজন বড় সন্ত্রাসবাদী হলেন? উনি তো লন্ডনে অক্সফোর্ড গিয়ে ইংরেজি পড়েছেন, এবং আল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ম্যানেজমেন্ট পড়েছেন। অর্থাৎ তিনি অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন। তবুও তিনি এক বড় সন্ত্রাসবাদী হয়েছেন। ওসামা বিন লাদেন ছাড়া, ড্যানিয়েল পার্ল হত্যাকাণ্ডের প্রধান ‘নায়ক’ ওমর শেখ সম্পর্কেও কিছু মন্তব্য করেন, যা তৃণমূল কংগ্রেসের মধ্যে বেশ অস্বস্তির সৃষ্টি করেছে।
ওমর শেখ সম্পর্কে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ওমর শেখ বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান, লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে পড়াশোনা করেছিলেন। পরে সে আতঙ্কবাদী হয়ে বোসনিয়া চলে গিয়েছিল যুদ্ধ করতে। কিন্তু সেখানে টিকতে না পেরে পাকিস্তান চলে যায়, এবং সেখানেই ট্রেনিং নিয়ে এক কুখ্যাত জঙ্গি হয়ে ওঠেন। তবে, তাঁর মতে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান থেকেই কেউ সন্ত্রাসবাদী হয়ে ওঠে না। এমনকি, আশ্রম থেকেও অনেকে সন্ত্রাসবাদী হয়ে যায়। এর একটি উদাহরণ হিসেবে তিনি বেলডাঙার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ-এর নাম উল্লেখ করেন।
হুমায়ুন কবীর তার মন্তব্যে বলেন, কার্তিক মহারাজ বেলডাঙার আশ্রমের আড়ালে মাঝে মাঝে অশান্তি ছড়ানোর চেষ্টা করতেন। তিনি আরো জানান, যখন তিনি পুলিশ সুপার ছিলেন, একবার কার্তিক মহারাজ-কে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু ভয়ে তিনি আসেননি। এই মন্তব্যের পর সন্ন্যাসী কার্তিক মহারাজ-এর বিরুদ্ধে হুমায়ুন কবীর-এর অভিযোগে একটি নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।