উদিত নারায়ণ মুখ খুললেন: কনসার্টে গান গাইতে গাইতেই মহিলা ভক্তকে চুমু খেয়েছিলেন বর্ষীয়ান গায়ক উদিত নারায়ণ। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। তবে অবশেষে সেই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন উদিত নারায়ণ। তিনি সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘পিন্টু কি পাপ্পি’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই ৬৯ বছর বয়সী এই জনপ্রিয় গায়ক একটি বিরল মন্তব্য করেন।
ট্রেলার মুক্তির ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য কোরিওগ্রাফার গণেশ আচার্যও। তবে সবার দৃষ্টি আকর্ষণ করে ফেলেন উদিত নারায়ণ তাঁর মন্তব্যের মাধ্যমে। তিনি বলেন, “আপনাদের ছবির শিরোনামটা খুবই সুন্দর, ‘পিন্টু কি পাপ্পি’। আর সেটা উদিত কি পাপ্পি তো নয়, তা-ই না?” এই মন্তব্যে উপস্থিত সবাই হেসে উঠেছিলেন, আর উদিত নারায়ণের মজার দৃষ্টিভঙ্গি সবাইকে বেশ আনন্দিত করেছে।
বিতর্কের সময় নিয়ে উদিত নারায়ণ আরও মন্তব্য করেন যে, “এটা একটা কাকতালীয় ব্যাপার যে, এই মিউজিক এখন মুক্তি পাচ্ছে। আর ওই ভিডিও, যেটা ভাইরাল হয়েছে, সেটা আসলে অস্ট্রেলিয়ার আর তা বছর দু’য়েকের পুরনো।
নিজের চিরাচরিত ভঙ্গিতে মঞ্চে লাইভ পারফরম্যান্স দিচ্ছিলেন উদিত নারায়ণ, আর ‘টিপ টিপ বরসা পানি’ গেয়ে পুরো অনুষ্ঠানে জাদু ছড়াচ্ছিলেন। কিন্তু ঠিক তখনই এক মহিলা ভক্ত ছবি তোলার জন্য মঞ্চে আসেন, আর উদিত নারায়ণ আচমকা তাঁর গালে চুমু খেয়ে বসেন। এখানেই শেষ নয়, পরে আরেক মহিলার ঠোঁটের ওপর ঠোঁট ছুঁয়ে চুম্বনও করেন। এ ঘটনা দেখে সেই মহিলা ভক্তও কিছুটা অবাক হয়ে যান। তবে, এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনলাইনে তীব্র বিতর্ক শুরু হয়ে যায়, যেখানে অনেকেই সঙ্গীতশিল্পীর এমন আচরণের কড়া নিন্দা করেছেন।
হিন্দুস্তান টাইমস-এর এক সাক্ষাৎকারে উদিত নারায়ণ নিজের আচরণের বিষয়ে কথা বলেন এবং নিজেকে আড়াল করার চেষ্টা করেন। তিনি বলেন “ভক্তদের কী উন্মাদনা, তা-ই না? আমরা এমন না। আমরা আসলে খুবই ভদ্র প্রকৃতির মানুষ। কিছু মানুষ এটাকে উৎসাহ দেন এবং এর মাধ্যমে নিজের ভালবাসা প্রকাশ করেন। তাহলে এই বিষয়টিকে অতিরিক্ত মাত্রায় কেন নিয়ে যাওয়া হচ্ছে? ওই ভিড়ে প্রচুর মানুষ থাকেন আর আমাদের দেহরক্ষীরাও উপস্থিত থাকেন। কিন্তু ভক্তরা আমাদের সঙ্গে দেখা করার সুযোগ পান। তাই কেউ করমর্দনের জন্য নিজের হাত বাড়িয়ে দেন, আবার কেউ কেউ হাতে চুম্বনও চান। এটা পুরোটাই একটা উন্মাদনা। আর কারও খুব একটা বেশি নজর দেওয়ার প্রয়োজন নেই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |