কুশল দাসগুপ্ত,শিলিগুড়ি: আলিপুরদুয়ারে পানি ঝরা শহরকে বই গ্রাম হিসেবে চিহ্নিত করা হলো, খুলতেই ২৯ হাজার পাঠক! হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন—আলিপুরদুয়ারের বই গ্রামের সদস্য হয়েছেন ২৯ হাজার মানুষ। আপাতত সামান্য কিছু টাকা নিয়ে কাজ শুরু হলেও, এই বই গ্রামটি আসলেই একটি অনন্য উদাহরণ। বই পাগল এই গ্রামের মানুষদের বই পড়ার প্রতি ভালোবাসা সত্যিই অসাধারণ।
আলিপুরদুয়ারের জেলাশাসক ভিমলা রঙ্গনাথন কিছুদিন আগে এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি লক্ষ্য করেছেন যে এই গ্রামে সবাই বই পড়তে ভালোবাসে। গ্রামের মানুষদের মধ্যে বইয়ের প্রতি এক গভীর আগ্রহ রয়েছে। এমনকি তাদের ঘরে মোবাইল কিংবা টিভি না থাকলেও, তাদের কাছে বিশ্ববরেণ্য সাহিত্যিকদের লেখা বই রয়েছে।
এই উত্সাহ দেখে, বিমলা রঙ্গনাথন আর দেরি করেননি। তিনি অনুমতি নিয়ে নিজেই এই কাজ শুরু করেছেন এবং ঘোষণা করেছেন, “এখন থেকে আপনি এখানে যে কোনো ধরনের বই পেতে পারবেন।” এই গ্রামের মানুষদের জানার আগ্রহ এবং বইয়ের প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। বাংলার পাশাপাশি ইংরেজি কাগজও তারা নিয়মিত পড়েন।
বর্তমান আধুনিক যুগে যখন অনেকেই বইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন, তখন এই বই গ্রামের মানুষদের বইয়ের প্রতি এই ভালোবাসা এক নতুন আশার সঞ্চার করেছে। বিমলা রঙ্গনাথন জানিয়েছেন, “এটা শুধু শুরু, সদস্য সংখ্যা বাড়লে আরও অনেক কিছু করা যাবে।”