15 C
Kolkata
Monday, January 20, 2025

WB Job 2025: রাজ্যে অষ্টম শ্রেণির পাশে চাকরি, ইন্টারভিউ দিয়ে! আবেদন পদ্ধতি ও মাসিক বেতন জানুন

WB Job 2025: এবার শুধুমাত্র অষ্টম শ্রেণি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশদের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগের সুযোগ এসেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় কিছু পদে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। অন্যদিকে কিছু পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ উভয় মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। এটি এমন একটি সুযোগ, যেখানে আপনি সহজেই আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ লাভ করতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্মবন্ধু, দারোয়ান-কাম-নাইট গার্ড, হেল্পার, কুক, কেয়ারটেকার ও সুপারিনটেনডেন্ট—এই সমস্ত পদে নিয়োগ দেওয়া হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থী হন এবং এই পদের জন্য যোগ্যতা পূর্ণ করেন, তবে সহজেই আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, মাসিক বেতন কত হবে, প্রতিটি পদে শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে এবং আরও অনেক বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে জানানো হয়েছে। এছাড়াও, বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য লিংকও দেওয়া হয়েছে, যাতে আপনি সোজা আবেদন করতে পারেন।

WB Job 2025: পদ নামঃ কুক (Cook)

  • মাসিক বেতনঃ এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন হবে ₹7,000।
  • শিক্ষাগত যোগ্যতাঃ কুক (Cook) পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ
  • বয়সঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর। তবে, সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

পদ নামঃ হেল্পার (Helper)

  • মাসিক বেতনঃ এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন হবে ₹5,000।
  • শিক্ষাগত যোগ্যতাঃ হেল্পার পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
  • বয়সঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর। তবে, সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন, যা সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য।

পদ নামঃ দারোয়ান-কাম-নাইট-গার্ড (Darawan Cum Night Guard)

  • বয়সঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর। তবে, সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
  • বেতনঃ দারোয়ান-কাম-নাইট-গার্ড পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন হবে ₹6,000
  • শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

পদ নামঃ কর্মবন্ধু (Karmabandhu)

  • বেতনঃ কর্মবন্ধু পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হবে ₹5,000
  • শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
  • বয়সঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর। তবে, সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন, যা সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য।

পদ নামঃ কেয়ারটেকার (Caretaker)

  • মাসিক বেতনঃ কেয়ারটেকার পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন হবে ₹9,000
  • শিক্ষাগত যোগ্যতাঃ কেয়ারটেকার পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।
  • বয়সঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর। তবে, সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন, যা সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য।

পদ নামঃ সুপারিন্টেন্ডেন্ট (Superintendent)

  • বেতনঃ সুপারিন্টেন্ডেন্ট পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন হবে ₹15,000
  • শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ
  • বয়সঃ সুপারিন্টেন্ডেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর। তবে, সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন, যা সরকারি নিয়ম অনুযায়ী প্রযোজ্য।

ইন্টারভিউ এর মাধ্যমে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হচ্ছেঃ– কর্মবন্ধু, দারোয়ান-কাম-নাইট গার্ড, হেল্পার ও কুক পদে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে।

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই হবেঃ– কেয়ারটেকার ও সুপারিনটেনডেন্ট পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদন পদ্ধতিঃ–

উপরের উল্লেখিত সমস্ত পদে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য আপনাকে প্রথমে অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে সেই ফর্মটি নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। এছাড়াও, আপনি চাইলে By Post এর মাধ্যমেও আবেদন জানাতে পারবেন।

আবেদন পত্র পাঠানো / জমা করার ঠিকানাঃ- The Office Of The Project Officer-cum-district Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Malda, Cemetery Road Near BT College, Po Malda, Ps English Bazar, Dist Malda, Pin 732101

আবেদনের শেষ তারিখঃ– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে 12/12/2024 তারিখ বিকেল 4 টার মধ্যে। আরও বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি দেখুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Notification Download LinkWebsite LinkApplication Form Download Link
DownloadClickDownload

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection