27 C
Kolkata
Thursday, March 20, 2025

সেমিফাইনালে কোন দলের মুখোমুখি হবে রোহিত বাহিনী? উত্তর মিলবে জটিল সমীকরণেই।

বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ (Champions Trophy 2025)। ম্যাচ বাতিলের ধাক্কায় জমে উঠল পয়েন্ট টেবিলের লড়াই! এরপর বুধবার টুর্নামেন্ট ফেভারিট ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে আফগানিস্তান, আর সেখানেই বাজিমাত! রুদ্ধশ্বাস লড়াইয়ের পর দুর্দান্ত জয় তুলে নিল আফগানরা, যা টুর্নামেন্টের সমীকরণ একেবারে ওলট-পালট করে দিয়েছে। এই জয়ের পরই নতুন করে উসকে উঠেছে ভারতীয় দলের সেমিফাইনালের হিসাব-নিকাশ। প্রশ্ন একটাই—শেষ চারে রোহিতদের প্রতিপক্ষ হবে কে? উত্তর মিলবে জটিল সমীকরণেই!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রথমে ওয়ানডে সিরিজে ভারতের কাছে হার, আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের কাছে পরাজয়—এই দু’দফা ধাক্কায় মিনি বিশ্বকাপে ইংল্যান্ডের সফর এখানেই শেষ। একসময় টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসেবে দেখা হলেও, আফগানদের কাছে বড় ব্যবধানে হার ইংলিশ শিবিরের স্বপ্ন ভেঙে দিল। সূত্র বলছে, এই দাপুটে জয়ের মাধ্যমে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকল আফগানিস্তান। একইসঙ্গে, এই ম্যাচের পর আইসিসি ইভেন্টের চিত্রও অনেকটাই পরিষ্কার হয়ে গেল। এবার দেখার, শেষ চারে কারা কারা জায়গা করে নিতে পারে!

এক নজরে দেখে নিন গ্রুপ বি-র অবস্থা

চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে বর্তমানে বি গ্রুপের প্রথম দুই স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। রিপোর্ট বলছে, এগিয়ে থাকার নিরিখে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই বেশি। এই মুহূর্তে +2140 পয়েন্টে দক্ষিণ আফ্রিকা ও +0475 পয়েন্টে দৌড়াচ্ছে অস্ট্রেলিয়া। একই সাথে সমসংখ্য ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে তালিকার 3 নম্বরে রয়েছে আফগানিস্তান। তাদের বর্তমান পয়েন্ট সংখ্যা -0.990। গ্রুপবি-র এই 3 দলের অবস্থান বর্তমানে একপ্রকার স্পষ্ট।

সেমিফাইনালে কোন দলের মুখোমুখি হবে রোহিত বাহিনী?

এ গ্রুপ থেকে ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। তবে এখানেই গল্প শেষ নয়! গ্রুপ পর্বের শেষ ম্যাচের গুরুত্ব এখনও প্রবল। ২ মার্চের এই হাইভোল্টেজ ম্যাচেই ঠিক হবে, গ্রুপের শীর্ষস্থান কার দখলে যাবে। ভারত ও নিউজিল্যান্ডের লড়াই শুধু জয়ের জন্য নয়, বরং আক্রমণ-প্রতি আক্রমণের ভিত্তিতে সমীকরণ বদলে দিতে পারে। নিয়ম অনুযায়ী, এ গ্রুপের শীর্ষস্থান অর্জনকারী দল সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে। আর এ গ্রুপের দ্বিতীয় স্থান পাওয়া দলকে লড়তে হবে গ্রুপ বি-র শীর্ষ দলের বিরুদ্ধে।

হিসেব বলছে, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই যদি তাদের শেষ ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত। একইভাবে ভারত যদি তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয় সেক্ষেত্রে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার ছেলেদের বিপক্ষে মাঠে নামবে রোহিতরা।

বিশ্বকাপের সেমিফাইনালের সমীকরণ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এবং প্রতিটি ম্যাচই নতুন সমীকরণ তৈরি করছে। হিসেবটা খানিকটা বদলে যেতে পারে যদি অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারিয়ে দেয় এবং দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে। সে ক্ষেত্রে ভারত সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হতে পারে।

তবে চিত্র আরও বদলে যাবে যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দু’দলই পরাজিত হয়। এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয় রোহিত শর্মাদের আফগানিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে নামাবে। এখন পর্যন্ত যা হিসাব, ভারত যদি তাদের শেষ ম্যাচে জয়লাভ করে, তাহলে সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার যেকোনও একটি দলের। তবে, এখানেই শেষ নয়—আরও একটি টুইস্ট থাকতে পারে! যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারাতে সক্ষম হয়, তাহলে সমীকরণ পুরোপুরি বদলে যাবে। সেক্ষেত্রে ভারত গ্রুপ টপার এবং আফগানিস্তান গ্রুপ রানারআপ হলে, এই দুই দল সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে।

JK Official
JK Official
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর