24 C
Kolkata
Thursday, February 13, 2025

কনের অবতারে ইয়ামি, ফুলশয্যায় বরের সামনে চালালেন গুলি! শুরু হলো ‘ধুম ধাম’

অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেল ‘ধুম ধাম’ সিনেমার টিজার! ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী অভিনীত এই সিনেমার টিজার দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন দর্শকরা। ফুলশয্যার রাত কীভাবে এক রোমাঞ্চকর মোড় নিয়েছে, সেই গল্প নিয়েই আসছে এই সিনেমা। সিনেমাটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। সেদিন বড় পর্দায় সিনেমাটি দেখতে পাবেন সবাই।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সোমবার সিনেমার যে টিজার মুক্তি পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে একজন নবদম্পতি ফুলশয্যার রাতে একে অপরের পাশে বসে রয়েছেন, এবং দুজনেই ভীষণ লাজুক। কিন্তু হঠাৎ করেই দরজায় ধাক্কা দেয় একজন অপরিচিত ব্যক্তি। তারপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একের পর এক ব্যক্তি ঢুকে পড়েন ফুলশয্যার ঘরে, যা ঘটতে থাকা রোমাঞ্চকর ঘটনা নিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

এখানেই আসে টুইস্ট! অন্য সিনেমাগুলোর মতো যেখানে স্বামী স্ত্রীর জন্য ঝাঁপিয়ে পড়ে, এখানে দেখা যাচ্ছে ইয়ামি গৌতম বন্দুক হাতে আততায়ীর ওপর ঝাঁপিয়ে পড়েছেন স্বামীকে বাঁচানোর জন্য। স্ত্রীর হাতে বন্দুক দেখে স্বামী রীতিমতো হতবাক হয়ে যান। একেবারে সাদামাটা স্বভাবের এই স্বামী, আর তার বিপরীতে একদম আলাদা চরিত্রের স্ত্রীর এই গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। দুই বিপরীত স্বভাবের মানুষের বিয়ের গল্প যে রীতিমতো রোমাঞ্চকর হতে পারে, তা দেখানো হয়েছে এই সিনেমায়।

সিনেমাটি পরিচালনা করেছেন ঋষভ শেঠ এবং প্রযোজনা করেছেন B62 স্টুডিও এবং Jio স্টুডিও। প্রযোজক আদিত্য ধর এবং লোকেশ ধর বলেছেন, “আমরা এমন একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলাম যেটি সম্পূর্ণ বিনোদনমূলক হবে। সিনেমায় হাস্যরসের পাশাপাশি অ্যাকশনও থাকবে। Netflix-এর সহযোগিতা পেয়ে আমরা সত্যিই ভীষণ খুশি। ইয়ামি এবং প্রতীক দুজনেই দুর্দান্ত কাজ করেছেন।” এই সিনেমা নিশ্চিতভাবেই দর্শকদের মনে দাগ কাটবে।

প্রযোজক জ্যোতি দেশপান্ডে বলেন, আমরা একটি পাওয়ার প্যাকড বিনোদন তৈরি করতে পেরে ভীষণ খুশি। গল্পটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকটি টুইস্ট আপনাকে চমক দেবে। এক কথায়, একটি কখনও না ভোলার মতো গল্প দেখতে চলেছেন আপনি।

নেটফ্লিক্স ইন্ডিয়ার অরিজিনাল ফিল্মসের ডিরেক্টর রুচিকা কাপুর শেখ বলেছেন, “‘ধুম ধাম’ হল কমেডি এবং অ্যাকশনের এক অনবদ্য মিশ্রণ। বিয়ের রাতে এমন একটি ঘটনা ঘটে, যা দুজনের জীবন একেবারে বদলে দেয়। আগামী ১৪ ফেব্রুয়ারি, এমন একটি দুর্দান্ত প্রেমের গল্প আপনাকে অবশ্যই দেখতে হবে।”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

POPULAR POST

Top Collection