তাজমহল বোমা হুমকি: তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি! থ্রেট কলের জেরে গোটা আগ্রা এবং উত্তরপ্রদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। ভয়াবহ বোমা হামলার এই হুমকিতে নড়েচড়ে বসেছে যোগী প্রশাসন। ঐতিহাসিক এই সৌধে প্রতিদিন হাজার হাজার পর্যটকের ভিড়, তার মধ্যেই এমন হুমকি রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। হুমকি মেল পাওয়ার পরপরই তৎপর হয়েছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগ। তাজমহলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এ প্রসঙ্গে এসিপি তাজ সিকিউরিটি সৈয়দ আরিব আহমেদ জানিয়েছেন, পর্যটন বিভাগ একটি ইমেইল পেয়েছে, যেখানে তাজমহল উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই মেলের ভিত্তিতে তাজগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি স্কুল, ট্রেন, হোটেল এবং ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা বেড়ে গেছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই এই হুমকিগুলো ভুয়ো বলে প্রমাণিত হয়েছে, তবুও তাজমহলের মতো বিশ্ববিখ্যাত ঐতিহ্যবাহী স্থাপনার জন্য এমন হুমকি খুবই চিন্তার বিষয়। তাজমহলকে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়ার পরই পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠেছে। ঐতিহাসিক এই স্থাপনার নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পর্যটকদের জন্য বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইমেল পাওয়ার পরই তাজমহলের ভিতর-বাহিরে শুরু হয় তল্লাশি অভিযান। সিআইএসএফ জওয়ানরা দীর্ঘক্ষণ ধরে তাজমহলের প্রতিটি কোণ খতিয়ে দেখেন। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও চলছে তল্লাশি। তবে এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু বা প্রমাণ উদ্ধার হয়নি।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাজমহলের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। একই সঙ্গে, কোন আইপি অ্যাড্রেস থেকে ইমেলটি পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখছে সাইবার ক্রাইম বিভাগ। বোমা নিষ্ক্রিয়কারী টিমও সকালে ঘটনাস্থলে পৌঁছায় এবং সতর্কতার সঙ্গে পুরো এলাকা পরীক্ষা করে। যদিও এখন পর্যন্ত তল্লাশিতে কোনো বিপদজনক কিছুই মেলেনি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join JKNEWS24 Jobs |
রাশিফলের জন্য | Join NEWS24 |
খেলার খবরের জন্য | Join Whatsapp |