Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ভারতে ফেসবুক-গুগল নিষিদ্ধ করতে...

বিশ্বজুড়ে আজ স্মার্টফোন মানেই অ্যান্ড্রয়েড আর আইওএস— এই দুই অপারেটিং সিস্টেমের দুনিয়া। কিন্তু...

দিল্লি ব্লাস্ট তদন্তে বড়...

Rohan Khan, কলকাতা: গত বুধবার দিল্লির বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত চলাকালীন মুর্শিদাবাদে তল্লাশির পাশাপাশি এনআইএ কোচবিহারের...

ধর্মেন্দ্র এর জীবনী –...

ধর্মেন্দ্র সিং দেওল (Dharmendra) হিন্দি চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি নাম, যিনি তাঁর বলিষ্ঠ...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)পেনশন থেকে বঞ্চিত রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা! কী বলছে হাইকোর্টের রায়?

পেনশন থেকে বঞ্চিত রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা! কী বলছে হাইকোর্টের রায়?

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
- Advertisement -

বাম আমলে নিযুক্ত পৌরসভা কর্মীদের ওপর ক্ষুব্ধ হাইকোর্ট (Calcutta High Court)! পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভায় সিপিআইএমের শাসনকালে চুক্তির ভিত্তিতে চাকরি পাওয়া কর্মীদের অবসরকালীন পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধাতে দাড়ি টানল উচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গেল বেঞ্চে রায় প্রদান করেছেন যে, রাজ্যের যেসব চুক্তিভিত্তিক কর্মীরা বর্তমানে পৌরসভায় কর্মরত তাদের পেনশনসহ অন্যান্য আর্থিক সুবিধা দেয়া হবে না।

মূলত বাম জামানায় রাজ্যের বিভিন্ন পৌরসভা গুলিতে চুক্তির ভিত্তিতে চাকরি পাওয়া কর্মীদের নিয়ে এক প্রকার বেসুরো হয়েছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, উচ্চ আদালতের বিচারপতি কৌশিক চন্দের বিশেষ পর্যবেক্ষণ, রাজ্য সরকারের অনুমোদন ছাড়া শুধুমাত্র পুর বোর্ডের অনুমতিতে বাম আমলে যাদের নিয়োগ হয়েছে তাদের কেউই সরকারের তরফে কোনও রকম আর্থিক সাহায্য পাওয়ার যোগ্যই নন।

বিচারপতির বক্তব্য, 36 বছরের বাম জমানায় যারা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন, তাঁদের কেউই সরকারের তরফে পাওয়া অর্থ সাহায্যের যোগ্য নয়। সূত্রের খবর, সিপিআইএম আমলে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রেও সরকারী অনুমতি না নিয়ে শুধুমাত্র পুর বোর্ডের অনুমতি নিয়ে একাধিক চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। তখন পৌরসভার ফান্ড থেকেই তাদের বেতন দেওয়া হতো। তবে, পুর আইন অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অনুমতি নেওয়া বাধ্যতামূলক ছিল, যা শুরুর দিকে মানা হয়নি।

কেন আচমকা এমন সিদ্ধান্ত জানালো আদালত?

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, রায়গঞ্জ পৌরসভার একটি প্রাথমিক স্কুলে চুক্তির ভিত্তিতে কাজ করতেন এক ব্যক্তি। তাঁর মৃত্যুর পর, ওই ব্যক্তির স্ত্রী অবসরকালীন পেনশন ও ভাতা বাবদ অন্যান্য আর্থিক সাহায্যের দাবিতে আদালতে মামলা করেন। কিন্তু, সেই মামলা খারিজ করে রাজ্যের সকল চুক্তিভিত্তিক পৌরসভা কর্মীদের জন্য একটি বড়সড় নির্দেশনা দেন আদালত। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, পৌরসভায় চুক্তির ভিত্তিতে নিয়োগের আগে রাজ্যের অনুমোদন নেওয়া হয়নি। তাই, পুর আইন অনুযায়ী রাজ্যের অনুমতি ছাড়া নিয়োগ হওয়ায় ওই ব্যক্তি আর্থিক সাহায্য পাবেন না।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

মৃত পৌরসভাকর্মীর স্ত্রীর মামলার ভিত্তিতে পৌরসভার আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় ও অর্ক নাগ জানিয়েছেন, ২০১১ সালের পর যারা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে পৌরসভায় কাজ শুরু করেছেন, তাদের সকলকেই রক্ষাকবচ দেওয়া হবে। অর্থাৎ, তৃণমূল কংগ্রেসের শাসনামলে যারা চুক্তিতে চাকরি পেয়েছেন, তারা রাজ্য সরকারের অনুমোদনপ্রাপ্ত কর্মী হিসেবে বিবেচিত। এর ফলে, শাসকদলের আমলে চাকরিতে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা ও অন্যান্য সুবিধার পথ আপাতত বন্ধ হচ্ছে না।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -