35 C
Kolkata
Wednesday, March 12, 2025

হঠাৎ করেই পাল্টে গেলেন দেব? রবিবাসরীয় আসরে কেরামতি দেখালেন অভিনেতা

আজ যদিও ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল খেলা চলছে, তবে সকাল থেকেই দেব নিজের চর্চায় ব্যস্ত। অনেকেই জানেন এই পুজোর সময় তিনি রঘু ডাকাতের চরিত্রে আসছেন। তাই প্রস্তুতি এখন তুঙ্গে। রবিবাসরীয় আসরে নিজের প্রস্তুতি এবং গল্প শেয়ার করলেন অভিনেতা।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেব সাধারণত সমাজ মাধ্যমে দারুণ সক্রিয় থাকেন। নানা বিষয়ে নিজের আপডেট দিতে থাকেন। কখনো ঘুরতে গেলেও তিনি সব সময় এমন পোস্ট করেন। নিজের কর্মকাণ্ডের কোনও আপডেট না দেন, এটা তো কখনোই হয় না! ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে তিনি সামাজিক মাধ্যমে হাজির হন। আজ দেব ঘোড়ায় চেপে অনুশীলন করছিলেন, যা পুরোপুরি স্বাভাবিক, কারণ ডাকাতের চরিত্রে অভিনয় করতে গেলে এমন প্রস্তুতি তো নিতেই হবে!

ঘোড়ায় চেপে অনুশীলনে ব্যস্ত দেব। কখনো তাঁর পিঠে চেপে ঘুরে বেড়াচ্ছিলেন, আবার কখনো দেখা গেল তিনি ঘোড়াটিকে পোষ মানাতে ব্যস্ত। এমনকি তাকে আদরও করতে দেখা গেল। তবে, হঠাৎ করেই দেব কি পাল্টে গেলেন? ভক্তদের মনে এমন প্রশ্ন উঠছে। অনেকেই মন্তব্য বিভাগে নিজেদের মনের কথা ব্যক্ত করেছেন। দেব, যিনি অসংখ্য রমণীদের মনের বাদশা, এভাবে পাল্টে যাবেন? কিন্তু কেন? ভক্তদের কৌতুহল যেন বাড়ছে, এবং সবাই ভাবছেন, সত্যিই কি কিছু বদলে গেছে?

দেব সোশ্যাল মিডিয়ায় সাধারণত ছবি নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করেন না। বড় বড় ক্যাপশনও দেন না, আবার পোজও খুব একটা বদলান না। কিছুদিন আগে তিনি ঘুরতে গিয়েছিলেন, সেখানে যে ছবি তুলেছিলেন, তাতে ক্যাপশন ছিল বেশ সাধারণ—”এমনি”—আর সে বিষয়ে কোনো মাতামাতি ছিল না। কিন্তু, এখন কয়েকদিন ধরে ছবি পোস্ট করার পরও “এমনি” লিখেননি, আর এর জন্য ভক্তদের মিষ্টি অভিযোগের ঝড় উঠেছে। তারা বলছেন, “এভাবে পাল্টে যাবেন?” আসলে, দেব এবার ঘোড়ায় চেপে ছবি তুলেছিলেন এবং সেই ছবির ক্যাপশন ছিল কিছুটা আলাদা। এই নতুন ক্যাপশন দেখে ভক্তরা একটু কনফিউজড, ভাবছেন, দেব কি সত্যিই পাল্টে গিয়েছেন?

পড়তে ভুলবেন না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

24,000FansLike
3,000FollowersFollow
2,300SubscribersSubscribe

আরও খবর

সেরা খবর