Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

ধর্মেন্দ্র এর জীবনী –...

ধর্মেন্দ্র সিং দেওল (Dharmendra) হিন্দি চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি নাম, যিনি তাঁর বলিষ্ঠ...

দিল্লি ব্লাস্ট তদন্তে বড়...

Rohan Khan, কলকাতা: গত বুধবার দিল্লির বিস্ফোরণ-কাণ্ডের তদন্ত চলাকালীন মুর্শিদাবাদে তল্লাশির পাশাপাশি এনআইএ কোচবিহারের...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

তামাক ও পান মশলায়...

আগামী কেন্দ্রীয় বাজেটে বড় চমক আসতে পারে। জানা যাচ্ছে, তামাক ও পান মশলায়...
Homeদেশ ও বিদেশজাতীয় খবর (India News)নবী দিবসে শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা: সাউন্ড বক্স ভেঙে আহত ৪০ জন

নবী দিবসে শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা: সাউন্ড বক্স ভেঙে আহত ৪০ জন

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

JKNews24 bagla, Siliguri News: আজ শুক্রবার ইদে মিলাদুন্নবীর উৎসবে সাজছিল শিলিগুড়ির (Siliguri) রাস্তা। ব্যান্ড-বাজনার তালে, স্লোগান আর আলোকসজ্জায় চারদিকে যেন উৎসবের আবহ ছড়িয়ে পড়েছিল। শহর একেবারে ঝলমলে হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করেই সেই আনন্দের আবহ মাটি হয়ে যায়—কিছুক্ষণের মধ্যে উৎসবের হাসি-খুশি বদলে যায় আতঙ্কে, আর সবকিছু স্তব্ধ হয়ে পড়ে।

হঠাৎ ভেঙে পড়ে সাউন্ড বক্স

স্থানীয় রিপোর্ট মারফৎ খবর, শিলিগুড়ি ঝংকার মোড়ে বিশাল জনসমাগমের মাঝে নবী দিবসের র‍্যালি চলছিল। তবে ওই গাদাগাদি ভিড়ের মধ্যেই আচমকা সাউন্ড বক্স ও ট্রাসের কাঠামো ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে গাদাগাদিতে ভিড়ে চেপে পড়ে অসংখ্য মানুষ। প্রত্যক্ষদর্শীরা দাবি করছে, মিনিটের মধ্যেই চিৎকার, ছোটাছুটি শুরু হয়ে যায়। কেউ বাঁচার চেষ্টা করে, আবার কেউ অন্যদের তোলে। একেবারে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ওই এলাকায়।

আহত ৪০ জনেরও বেশি, গুরুতর এক শিশু

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ঘটনায় প্রায় ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। বিশেষ করে একটি শিশুর অবস্থা সবচেয়ে গুরুতর বলে জানা গেছে। তাকে তড়িঘড়ি শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, তবে গুরুতর চোট পেয়েছে বলেই খবর মিলেছে।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয়রা

তবে এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন। তাঁদের অভিযোগ, এত বড় শোভাযাত্রা আয়োজন হওয়া সত্ত্বেও কেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? অনেকেই প্রশ্ন তুলছেন— উৎসবের আনন্দ কীভাবে মুহূর্তের মধ্যেই বিপদে পরিণত হলো? ভিড় সামলানোর মতো কোনো প্রস্তুতি ছিল না কেন? স্থানীয়দের মতে, পুলিশ ও প্রশাসনের এই গাফিলতিই বড় দায়ী।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now
- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -