Sunday, November 16, 2025

JKNEWS24 ➠ One Stop Solution for Bangla News & Bangla Khabar !

FD, RD নয়! LIC...

LIC Policy For Child: প্রতিটি বাবা-মায়েরই একটাই স্বপ্ন থাকে — “আমার সন্তান যেন...

দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ!...

সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে ভয়াবহ বিস্ফোরণ, যা মুহূর্তের মধ্যেই কাঁপিয়ে দেয়...

ভারতে ফেসবুক-গুগল নিষিদ্ধ করতে...

বিশ্বজুড়ে আজ স্মার্টফোন মানেই অ্যান্ড্রয়েড আর আইওএস— এই দুই অপারেটিং সিস্টেমের দুনিয়া। কিন্তু...
Homeটেকনলজি ও গ্যাজেটসবাজারে ছড়িয়ে পড়েছে 100 টাকার জাল নোট! জেনে নিন আসল নোট চেনার উপায়

বাজারে ছড়িয়ে পড়েছে 100 টাকার জাল নোট! জেনে নিন আসল নোট চেনার উপায়

- Advertisement -

আরও পড়ুন

- Advertisement -
Rohan Khan
Rohan Khan
বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে গত দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24 এর সঙ্গে কাজ করছি। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনা, এবং সাম্প্রতিক বিষয় নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে ভালোবাসি।
- Advertisement -

JKNEWS24, কলকাতা: এর আগে নোট জালিয়াতি রুখতে নোটবন্দির (Demonetisation) পথে হেঁটেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)। এবার ১০০ টাকার নোট নিয়েও একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে তারা। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত নোটগুলির মধ্যে ১০০ টাকার নোট অন্যতম। তবে সাম্প্রতিক সময়ে জাল নোটের সংখ্যা বেড়ে যাওয়ায় RBI এই নোটের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, তবে কি এবার ১০০ টাকার নোটও বাতিল হতে চলেছে? RBI অবশ্য এই নিয়ে সরাসরি কিছু না জানালেও জাল নোট চেনার উপায় সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে।

বাজারে ছড়িয়ে পড়েছে 100 টাকার জাল নোট

২০১৬ সালের নোটবন্দির সময় ৫০০ এবং ১০০০ টাকার নোট তুলে নেওয়া হয়েছিল, পরে ২০২৩ সালে বাতিল করা হয় ২০০০ টাকার নোট। এবার ১০০ টাকার নোট নিয়েও সতর্কবার্তা জারি করল RBI। বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে, দেশের বাজারে ১০০, ২০০ এবং ৫০০ টাকার জাল নোটের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। প্রতারকরা এখন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন নিখুঁত জাল নোট তৈরি করছে, যা প্রথম দেখায় আসল-জাল আলাদা করাই কঠিন হয়ে পড়ছে। তাই RBI নোট চেনা ও সতর্ক থাকার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে।

নোট বাতিল নয়, সতর্কতা জারি

তবে আতঙ্কের কোনো কারণ নেই! RBI স্পষ্ট জানিয়ে দিয়েছে, ১০০ টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই। বরং জনগণকে সচেতন করতে এবং জাল নোটের প্রচলন ঠেকাতে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। কীভাবে আসল ও জাল নোট আলাদা করবেন, সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও প্রকাশ করা হয়েছে, যাতে প্রতারণার ফাঁদে পড়ার হাত থেকে সহজেই রক্ষা পাওয়া যায়।

কীভাবে চিনবেন আসল ১০০ টাকার নোট?

১. ওয়াটারমার্ক: নোটটি আলোয় ধরলেই মহাত্মা গান্ধীর ছবি এবং ‘১০০’ সংখ্যাটি স্পষ্ট ওয়াটারমার্ক হিসেবে দেখা যাবে।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

২. সিকিউরিটি থ্রেড: নোটের মাঝ বরাবর ২ মিমি চওড়া নিরাপত্তা সুতার মধ্যে ‘RBI’ ও ‘ভারত’ লেখা থাকে। এটি বিভিন্ন কোণ থেকে সবুজ ও নীল রঙে ঝলমল করে।

৩. ফ্লাওয়ার ডিজাইন: নোটের উল্লম্ব ব্যান্ডে থাকা ফুলের নকশা আলোয় ধরলেই স্পষ্ট দেখা যায়।

৪. মাইক্রো লেটারিং: ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে গান্ধীজির ছবি ও উল্লম্ব ব্যান্ডের মাঝখানে ‘RBI’ এবং ‘১০০’ লেখা থাকবে।

৫. ইঙ্ক চেঞ্জিং নম্বর: নোটে থাকা বড় সংখ্যাগুলো কাত করলে রঙ পরিবর্তন করে।

RBI দেশবাসীকে অনুরোধ করেছে, কেউ যেন কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক নোট (Indian Currency) পেলে তা সঙ্গে সঙ্গে নিকটবর্তী ব্যাঙ্ক বা পুলিশের কাছে জমা দেন। পাশাপাশি, লেনদেনের সময় সাবধান থাকতে ও নোট যাচাই করার অভ্যাস গড়ে তুলতে বলা হয়েছে। এই বিষয়ে আরও তথ্যের জন্য রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট ফলো করুন।

- Advertisement -
- Advertisement -

পড়তে ভুলবেন না

- Advertisement -