বিজয়ের জনসভা দুর্ঘটনা: তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের জনসভায় পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬-এ। এর মধ্যে ১৬ জন মহিলা এবং আট জন শিশু রয়েছে। অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আতঙ্ক ছড়িয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে—কীভাবে ঘটল এই বিপর্যয়? প্রিয় অভিনেতাকে দেখার উন্মাদনায় মাত্রাছাড়া ভিড়ই কি একমাত্র কারণ, নাকি ব্যবস্থাপনায়ও ছিল বড়সড় ত্রুটি? শনিবার রাতের এই ঘটনার পর থেকে এ নিয়েই চলছে নানা জল্পনা।
শনিবার তামিলনাড়ুর করুরে তামিলাগা ভেট্রি কাজ়াগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা বিজয়ের ডাকে আয়োজিত জনসভায় ঘটে গেল ভয়াবহ বিপর্যয়। সভার মূল বক্তা ছিলেন বিজয় নিজে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে ৩০ হাজার মানুষের জমায়েতের অনুমতি নেওয়া হলেও, জনপ্রিয় অভিনেতা-রাজনীতিককে এক নজর দেখতে ভিড় জমে প্রায় দ্বিগুণ—৬০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন সেখানে। সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে, কিন্তু অভিযোগ অনুযায়ী প্রায় ছ’ঘণ্টা দেরি করে মঞ্চে পৌঁছোন বিজয়। ততক্ষণে ভিড়ের চাপে সভাস্থলের পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েন, আর সেই বিশৃঙ্খলার মধ্যেই ঘটে যায় পদপিষ্টের মর্মান্তিক ঘটনা।
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ পদপিষ্টের ঘটনাটি ঘটে। তার কিছু ক্ষণ আগেই বক্তৃতা করতে উঠেছিলেন বিজয়। সে সময় ডিএমকে-র প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজীকে নিয়ে একাধিক বাক্যবাণও ছুড়ছিলেন তিনি। তখনই আচমকা উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে একসঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যান অনেকে। ভিড়ের মাঝে টাল সামলাতে না পেরে কেউ কেউ পড়ে যান। তাঁদের উপর দিয়েই এগোতে থাকেন বাকিরা। ধাক্কাধাক্কিতে একাধিক শিশুও অভিভাবকদের থেকে আলাদা হয়ে যায়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। জ্ঞানও হারান কেউ কেউ।
পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে বুঝতে পেরে মাঝপথেই বক্তৃতা থামিয়ে দেন বিজয়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। পিটিআই সূত্রে খবর, পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। আরও বহু মানুষ চিকিৎসাধীন, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের শীর্ষ নেতৃত্বও শোকপ্রকাশ করেছেন। স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বলেছেন অমিত শাহ এবং কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে।
সব খবর


