Sunday, August 31, 2025
36.7 C
Kolkata

𝐉𝐊𝐍𝐄𝐖𝐒𝟐𝟒 𝐁𝐀𝐍𝐆𝐋𝐀 ➠ 𝐎𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐍𝐞𝐰𝐬 !

BODY EXHUMED FROM GRAVE:...

রঘুনাথগঞ্জ, 24 অগস্ট: দুইবারের ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল গৃহবধূর দেহ। কলকাতা হাইকোর্টের...

Land Registry New Rule...

Land Registry New Rule 2025: ভারতে সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো...

ISI Kolkata Recruitment 2025:...

ISI Kolkata Recruitment 2025: কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (ISI) প্রজেক্ট লিংক পারসন পদে...

ISRO Recruitment 2025: ভারতীয়...

ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO-র পক্ষ থেকে সম্প্রতি বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগের...

Join or social media

আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

- Advertisement -

Recommended for You

- Advertisement -

ড্রাগন ফল কারা খেতে পারবেন না? কারা খেতে পারবেন না? পুষ্টিবিদের সতর্কবার্তা

ড্রাগন ফল কারা খেতে পারবেন না?, ড্রাগন ফলকে আজকাল অনেকেই ‘সুপার ফ্রুট’ বলে ডাকেন। উজ্জ্বল রং, মিষ্টি স্বাদ আর নানা পুষ্টিগুণে ভরপুর এই ফল...

Most Popular

- Advertisement -
Homeলাইফস্টাইল খবরবিউটিMakeup Mistakes: মেকআপ করলেই হয় না, ত্বক ভালো রাখতে কোন অভ্যাসগুলো বর্জন...

Makeup Mistakes: মেকআপ করলেই হয় না, ত্বক ভালো রাখতে কোন অভ্যাসগুলো বর্জন করবেন?

Makeup Mistakes: মেকআপ করলেই হয় না, ত্বক ভালো রাখতে কোন অভ্যাসগুলো বর্জন করবেন?মেকআপের সঠিক নিয়মকানুন জানলেই হবে না, ত্বক কী ভাবে ভাল থাকবে, সে বিষয়েও খেয়াল রাখা দরকার।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

ত্বকের খুঁত সহজেই ঢেকে দিতে পারে একটি দক্ষ হাতের রূপটান। তবে, আপনি মেকআপে কতটা অভিজ্ঞ, তা যাই হোক, কিছু ভুল আপনার সাজগোজকে নষ্ট করার পাশাপাশি ত্বকের ক্ষতিও করতে পারে। মেকআপের সঙ্গে ত্বকের স্বাস্থ্যের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই এ বিষয়টি গুরুত্ব দেন না।

মেকআপ করার নিয়ম

মেকআপ করতে গিয়ে আমরা মাঝেমধ্যেই নানা ভুল করে বসি, আর এর মধ্যে সবচেয়ে বিশ্রী ভুল হল বেস মেকআপে গোলমাল করা। ফাউন্ডেশন ঠিকভাবে ব্লেন্ড করা এবং সেট করা সত্যিই একটি শিল্প। এই শিল্পকে সঠিকভাবে কাজে লাগিয়ে দাগহীন ও মখমলের মতো ত্বক পেতে সময় এবং ধৈর্য দুটোই প্রয়োজন।

সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করন -

WhatsApp Group Join Now

মেকআপ লাগানোর জন্য সঠিক সরঞ্জামগুলি হাতের কাছে থাকা জরুরি। সেই সঙ্গে, ত্বকের জন্য উপযোগী মেকআপ প্রডাক্ট ব্যবহার করতে হবে। মনে রাখবেন, ঝলমলে সুন্দর ত্বকের কোনও শর্টকাট হয় না! সুতরাং, সময় নিন এবং আপনার মেকআপকে নিখুঁত করার জন্য প্রয়োজনীয় যত্ন নিন।

সুস্থ ও আর্দ্র ত্বক পাওয়ার সঠিক উপায় হল নিয়মিত ত্বক পরিষ্কার করা, টোনিং করা, এবং সবশেষে ময়শ্চারাইজার মেখে নেওয়া। শুষ্ক ও আর্দ্রতাহীন ত্বকে মেকআপ ভালোভাবে বসে না; তা ছোপছোপ ও অসমান হয়ে থাকে। তাই নিখুঁত বেস পেতে হলে প্রথমে সিটিএম (ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং) রুটিন দিয়ে শুরু করা জরুরি।

প্রথমে, ত্বক থেকে সমস্ত নোংরা আর দূষিত উপাদান সাফ করতে Simple Kind To Skin Moisturising Facial Wash এর মতো কোমল সাবানহীন ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর, Lakmé Absolute Pore Fix Toner লাগান—এটি আপনার ত্বককে আরও পরিষ্কার করবে, এবং রোমকূপও সংকুচিত ও টানটান রাখবে।

শেষে, ত্বকে আর্দ্রতা ফেরাতে মাখুন Pond’s Light Moisturiser Non-Oily Fresh Feel With Vitamin E + Glycerine। নিয়মিত এই রুটিন মেনে চললে আপনার ত্বক হয়ে উঠবে নরম ও টানটান। নিখুঁত মেকআপ করার জন্য এমন ক্যানভাসই তো চাই! তাহলে, কেন অপেক্ষা? আজ থেকেই শুরু করুন!

তুলি এবং ব্লেন্ডারও খুব গুরুত্ব

মেকআপ করার নিয়ম, কর্মক্ষেত্রে হোক বা বন্ধুদের সঙ্গে বেরোনোর সময়, একটি হালকা মেকআপ ত্বকের খুঁতগুলো সুন্দরভাবে ঢেকে দিতে পারে। তবে, মেকআপের জন্য শুধু প্রসাধনীর প্রয়োজন নয়, তুলি এবং ব্লেন্ডারও খুব গুরুত্বপূর্ণ। ব্লাশ বা আইশ্যাডো, প্রতিটি জিনিস ব্যবহারে বিভিন্ন ধরনের তুলির প্রয়োজন পড়ে।

কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই তুলি বা ব্লেন্ডার পরিষ্কার করেন? অনেকেই একই তুলি দিয়ে নিয়মিত মেকআপ করেন, যা ত্বকে সংক্রমণ ঘটাতে পারে। তাই, সপ্তাহে অন্তত একবার সাবানজলে তুলিগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে ভুলবেন না। বিশেষ করে যদি আপনার ত্বক তৈলাক্ত হয়, তাহলে এই বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। স্বাস্থ্যবান ত্বকের জন্য পরিষ্কার তুলির ব্যবহার নিশ্চিত করুন।

অন্যকে ব্যবহার করতে দেওয়া

ফেস পাউডার, লিপস্টিক বা কাজল—অনেক সময় আমরা অন্যের মেকআপও ব্যবহার করে থাকি। কর্মক্ষেত্রে বা অনুষ্ঠানে কেউ যদি মেকআপ নিতে চান, তো তাদের না বলা হয়তো কঠিন হয়ে পড়ে। কিন্তু এটা আমাদের ত্বকের জন্য ঠিক ভালো নয়।

বিশেষ করে, পাউডার, তুলির পাশাপাশি লিপস্টিক ও কাজল ভাগ করে নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যদি কারও ত্বকে কোনো সমস্যা থাকে, তাহলে তা খুব সহজেই ওই মেকআপের তুলির, ব্লেন্ডারের, কাজল পেন্সিল বা লিপস্টিকের মাধ্যমে অন্যের ত্বকে ছড়িয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব নিজের মেকআপ পণ্য ব্যবহার করার চেষ্টা করুন, যাতে ত্বককে সুস্থ ও নিরাপদ রাখা যায়।

অতিরিক্ত মেকআপ আপনার সাজকে নষ্ট করে

সঠিক রূপটানে আপনি নজরকাড়া হয়ে উঠতে পারেন, তবে অতিরিক্ত মেকআপ কখনও কখনও আপনার সাজকে নষ্ট করে দিতে পারে। বেশি ফাউন্ডেশন বা ব্লাশ ব্যবহারের ফলে সাজ কেমন দেখাবে, তা নির্ভর করে সঠিকভাবে প্রয়োগের ওপর। যদি আপনি মেকআপকে ঠিকভাবে ত্বকের সঙ্গে মিশিয়ে না নিতে পারেন, তাহলে সাজটি কৃত্রিম মনে হতে পারে। এছাড়া, ত্বকের সঙ্গে মিল রেখে ফাউন্ডেশন, ব্লাশ— এই সবকিছুর সঠিক শেড নির্বাচন করাও খুবই গুরুত্বপূর্ণ। তাই মনে রাখবেন, সবকিছুরই পরিমিতি বজায় রাখলে আপনার সাজ আরও সুন্দর এবং স্বাভাবিক দেখাবে!

Makeup Mistakes: ত্বকের প্রস্তুতি

মুখে ধুয়েই কি ফাউন্ডেশন মেখে নেন? আসলে, ফাউন্ডেশন লাগানোর আগে ত্বককে ভালোভাবে প্রস্তুত করা খুবই জরুরি। নইলে, খুঁতগুলো পুরোপুরি গায়েব হবে না। যদি আপনার ত্বক শুষ্ক হয়, তাহলে আগে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নজরকাড়া মেকআপ পেতে হলে ত্বকের কালচে দাগগুলো কনসিলার দিয়ে ঢাকতে হবে। ফাউন্ডেশন ব্যবহারের আগে যদি আপনি প্রাইমার লাগান, তাহলে ত্বক আরও মসৃণ ও সুন্দর দেখাবে। মনে রাখবেন, প্রাইমার না লাগালে ফাউন্ডেশন ব্যবহারের পর যতই পাউডার বা আইশ্যাডো লাগান, আপনার সাজে সেই কাঙ্ক্ষিত ঔজ্জ্বল্য আসবে না।

মেকআপ তোলা নিয়ম

মেকআপ তখনই সুন্দর দেখায়, যখন ত্বক স্বাস্থ্যজ্জ্বল থাকে। ত্বকের সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি, আর এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল রাতে ঘুমাতে যাওয়ার আগে মেকআপ তুলে ফেলা।

এছাড়া, ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করাও ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে মেকআপ না তুলে ঘুমালে ত্বকে র‍্যাশ এবং ব্রণের সমস্যা দেখা দিতে পারে। তাই মনে রাখবেন, সুন্দর ত্বকের জন্য এই ছোট ছোট অভ্যাসগুলো পালন করা খুবই গুরুত্বপূর্ণ। ত্বককে স্বাস্থ্যবান রাখতে নিয়মিত যত্ন নিন, এবং মেকআপের পরও একটু সময় বের করুন ত্বকের সুরক্ষার জন্য!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin JKNEWS24 Jobs
রাশিফলের জন্যJoin NEWS24
খেলার খবরের জন্যJoin Whatsapp
- Advertisement -

আরও পড়ুন

আরও পড়ুন